নির্বাচন কমিশনের (ইসি) লগো
মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ভোটার হওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে কোনো প্রমাণ নেই বলে জানিয়েছেন সংস্থার কমিশনার মো. আলমগীর। তবে এক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছেন কমিশনার।
সোমবার (২৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মো. আলমগীর এসব কথা বলেন।
তিন বলেন, এ বিষয়ে আমাদের কাছে কোনো খবর নেই। পত্র-পত্রিকায় দেখি মাঝে মাঝে। গাইডলাইনে বলা আছে রোহিঙ্গারা যেন ভোটার না হতে পারে, সেক্ষেত্রে কিন্তু ডাবল চেকের সিস্টেম আছে।
তিনি বলেন, কয়েকটা ধাপে চেক করতে হবে। এক্ষেত্রে রোহিঙ্গাদের ভোটার হওয়ার সুযোগ কম থাকে। তবে এখন শুনছি যে কোনো কোনো রোহিঙ্গা অন্য এলাকায় চলে গিয়ে ভোটার হওয়ার চেষ্টা করছে। এক্ষেত্রে আমাদের সতর্কতা জারি করা হয়েছে, যে আপনারা (নির্বাচন কমিশনের কর্মকর্তারা) বিষয়টি দেখবেন।’
এসকে/
খবরটি শেয়ার করুন