ছবি-সংগৃহীত
অটোমোবাইল সেক্টরের বাইক কোম্পানিগুলো প্রতিনিয়ত গ্রাহকের চাহিদার কথা চিন্তা করে। তই তারা বাইকগুলোকে আরও সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে ব্যস্ত থাকে। এই ধারায় হিরো তার প্যাশন প্রো বাইকটিকে আরও কিলার চেহারা দিয়ে বাজারে এনেছে। আপনি যদি ১২৫ সিসির বাইক কেনার পরিকল্পনা করেন, তবে এই বাইকটি হতে পারে আপনার জন্য সেরা পছন্দ।
হিরো প্যাশন প্রো ১২৫ এর এই বাইকটিতে আছে একটি শক্তিশালী ইঞ্জিন। দুর্দান্ত এই বাইকটিতে আপনাকে দেওয়া হচ্ছে ১২৫ সিসির একটি ইঞ্জিন।
এছাড়াও হিরো প্যাশন প্রো ১২৫ এর এই বাইকটিতে মিলবে সেরা মাইলেজ। বাইকটি প্রতি লিটারে ৭০ কিলোমিটার মাইলেজ প্রদান করতে পারে। রেঞ্জ অনুযায়ী যা খুব ভালো মাইলেজ।
আরো পড়ুন: মানুষের রোগ শনাক্ত করতে পারে চ্যাটজিপিটি!
আপনি যদি এই বাইকটি ধীর গতিতে এবং স্মার্টভাবে চালান, তাহলে প্রতি লিটারে ৭৫ থেকে ৮০ কিলোমিটার মাইলেজও পেতে পারেন।
এখনও হিরো কোম্পানি এই বাইকটির লঞ্চ এর তারিখ প্রকাশ করেনি। আশা করা যাচ্ছে, ২০২৩ সালের শেষ নাগাদ ভারতের বাজারে আসবে বাইকটি। হিরো প্যাশন প্রো ১২৫ এর এই বাইকটিতে মিলবে অনেক নতুন আপডেট।
এসি/ আই.কে.জে/