রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নাহিদের ক্ষমা চাওয়ার আহ্বানে যা বললেন সালাহউদ্দিন *** থালা-বাটি নিয়ে শিক্ষকদের ‘ভুখা মিছিল’ আজ *** নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: সরকারের বিবৃতি *** তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারে ৮০ ভাগ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া *** ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল: সিইসি *** ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি *** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ

উয়েফা নেশন্স কাপ

লুকা মদরিচ কি পারবেন শেষটা রাঙাতে?

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৪ অপরাহ্ন, ১৮ই জুন ২০২৩

#

উয়েফা নেশনস লিগের ফাইনালে আজ লুকা মদরিচের ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ স্পেন - ছবি: সংগৃহীত

বয়সটা ৩৮ ছুঁতে বাকি তিন মাস। ফুটবলারদের হিসাবে ক্যারিয়ারের ক্রান্তিলগ্ন তো বলাই যায়। এই বয়সে এসে লুকা মদরিচের ক্যারিয়ারে অপ্রাপ্তি কী? ক্লাব ক্যারিয়ার আর আন্তর্জাতিক ক্যারিয়ার যদি আলাদা করে ধরা হয়, তবে ক্লাব পর্যায়ে সবকিছু জিতেছেন মদরিচ। মেসি-রোনালদোর যুগে জিতেছেন ব্যালন ডি'অরও। এখন আক্ষেপ শুধু একটা আন্তর্জাতিক ট্রফির। নেশন্স লিগের ফাইনালে কি সেটা জিততে পারবেন এই তারকা?

মাত্র কয়েক মাস আগে বিশ্বকাপ জিতে ফুটবল ক্যারিয়ারকে পূর্ণতা দিয়েছেন লিওনেল মেসি। ক্রিস্টিয়ানো রোনালদোর ঝুলিতেও আছে একটা ইউরো। অথচ এই দুই তারকার যুগে ভালোভাবেই সাড়া ফেলা মদরিচের নামের পাশে নেই কোনো আন্তর্জাতিক ট্রফি। ক্যারিয়ারে একবার বিশ্বকাপ এবং ইউরো জয়ের কাছাকাছি গিয়েছিলেন। তবে দুবারই স্বপ্নভঙ্গ হয়েছে রিয়াল মাদ্রিদ তারকার।


উয়েফা নেশনস লিগের ফাইনালে আজ লুকা মদরিচের ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ স্পেন। গতকাল অনুশীলনের ছবি - ছবি: সংগৃহীত

স্বপ্নভঙ্গ থেকে অবশ্যই শিক্ষা নিয়েছেন মদরিচ। এবার দেখার পালা সেটা কেমনভাবে কাজে লাগান ব্যালন ডি'অরজয়ী এই তারকা। আরেকটা ফাইনাল তার সামনে। আন্তর্জাতিক ক্যারিয়ারে অন্তত একটি মেজর ট্রফি জেতার অনেক বড় সুযোগ রিয়াল মাদ্রিদের তারকার সামনে।

লড়াইটা অবশ্য সহজ হবে না মদরিচের দলের জন্য। প্রতিপক্ষে গতবারের ফাইনালিস্ট স্পেন। শক্তি-সামর্থ্য কিংবা আন্তর্জাতিক ট্রফি জয়ের অভিজ্ঞতা সবদিক থেকে ক্রোয়েশিয়ার থেকে এগিয়ে স্পেন। মুখোমুখি লড়াইয়ে এখন পর্যন্ত ছয়বার মুখোমুখি হয়েছে এই দুই দল। তাতে চারবারই হেরেছে মদরিচের দল।

তবে নেদারল্যান্ডসকে হারিয়ে ফাইনালে পা রাখা ক্রোয়েশিয়া আছে উড়ন্ত ফর্মে। প্রথমবারের মতো বড় কোনো আন্তর্জাতিক শিরোপা জয়ের সম্ভাবনা নিয়ে ক্রোয়েশিয়ার কোচ দালিচ বলেছেন, 'ট্রফি থেকে আর এক জয় দূরে ক্রোয়েশিয়া। এটা অসম্ভব, পরাবাস্তব লাগে, কিন্তু আমাদের দেশ এর দাবি রাখে। সত্যিই এটা এমনই এক জয় হবে, যা ইতিহাসে লেখা থাকবে।'

আরো পড়ুন: ক্রোয়েশিয়া নাকি স্পেন, শিরোপা কার?

উয়েফা নেশন্স লিগে এটা তৃতীয় ফাইনাল। ২০১৯ সালের ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে পর্তুগাল ও ২০২১ সালে স্পেনকে হারিয়ে ফ্রান্স চ্যাম্পিয়ন হয়। তৃতীয় মুকুটটা কাদের হয়, সেটাই এখন দেখার বিষয়। রটারডামে রোববার (১৮ জুন) রাত ১২টা ৪৫ মিনিটে মাঠে নামবে দুদল।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250