সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

লুমাযাহ কারা, তাদের প্রতি আল্লাহর কঠোর লানত

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৮ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৩

#

প্রতীকী ছবি

কর্মক্ষেত্রে বা পারিবারিক বা বন্ধু মহলে আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন, যারা বুক ফুলিয়ে বলেন, "আমি উচিৎ  কথা বলতে কাউকে ছাড়ি না। আমি উচিৎ  কথা মুখের উপর বলে দেই। আমি অনেক স্ট্রেইট ফরোয়ার্ড! যা মনে আসে তাই বলি।"

সব মহলে ঠোটকাটা স্বভাবের হিসেবে আপনি পরিচিত! সবাইকে একদম সামনেই ধুয়ে দেন এবং এটা নিয়ে আপনি বেশ গর্বও করেন! ইসলাম ধর্মে এটাকেই "লুমাযাহ" বলা হয়।

আল্লহ্‌ এই মানুষদেরকে পরিবর্তন হতে বলেছেন সূরা হুমাজাহ তে। নয়তো তাদের জন্য অনিবার্য ধ্বংসের সতর্ক বাণী দিয়েছেন। আল্লাহ তাদের প্রতি কঠোর লানত করেছেন।

হুমাযাহ হচ্ছে কারও পেছনে কথা লাগানো, গীবত করা। আর লুমাযাহ হচ্ছে কাউকে সামনা-সামনি দোষ ধরে অপমান করা, বাজে আচরণ করা।

কুর‘আনে আল্লাহ রোজা না রাখার জন্য বা হাজ্জ না করার জন্য এমন ভয়াবহ শাস্তির বর্ণনা দেননি। এমনকি বেনামাজিদের জন্য তিনি যে বিশেষ আগুন ‘সাক্বর’ তৈরি করেছেন, সেটাকেও তিনি ‘আল্লাহর আগুন’ বলেননি। কিন্তু যারা পরনিন্দা করে বেড়ায়, মানুষকে সামনাসামনি অপমান করে, কৃপণের মতো নিজের সম্পত্তি আগলে রাখে — এদেরকে তিনি এতটাই ঘৃণা করেন যে, এদের জন্য আল্লাহ বিশেষ শাস্তি নিজে তৈরি করে রেখেছেন। এখান থেকে আমরা দেখতে পাই যে, আমরা যতই নামাজী, রোজাদার, টুপি-দাঁড়িওলা হই না কেন, যদি সম্পদের কৃপণতা এবং মানুষের প্রতি অন্যায় করা আমাদের অভ্যাস হয়, তাহলে আমাদের জন্য সৃষ্টিজগতের ভয়ংকরতম শাস্তি অপেক্ষা করছে।

আরো পড়ুন: মুসলিম হয়েও জাহান্নামি হতে হবে যে স্বভাবের কারণে

এই অপরাধী মানুষগুলো উঁচু উঁচু থামে বাঁধা থাকবে। জাহান্নাম থেকে বের হওয়ার সব ব্যবস্থা বন্ধ করে দেওয়া হবে। তারপর তাদের উপর ভয়ংকর আগুনের লেলিহান শিখা ঘিরে আসবে। এই আগুন তাদেরকে সবদিক থেকে ঘিরে ফেলবে। একটুও বাকি রাখবে না।

তাই আসুন আমরা এই লুমাযাহ -র পাপ থেকে নিজেকে বাঁচাতে চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমীন।

এম এইচ ডি/

আল্লাহ লুমাযাহ ঠোটকাটা স্বভাব লানত

খবরটি শেয়ার করুন