শনিবার, ৮ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি নেতা রিজভীকে পা ছুঁয়ে সালাম করা সেই সার্জেন্ট সাময়িক বরখাস্ত *** ‘এখন যুবলীগের কার্যক্রম নেই, তাই এনসিপিতে এসেছি’ *** ‘জুমার পর ছোট ভাইয়ের সঙ্গে মারামারি’—মাইকিংয়ের পর ভুল স্বীকার সেই কদ্দুস মিয়ার *** ‘ঘি খেতে চাইলে চামচ দিয়ে ভদ্রভাবে খান, আঙুল বাঁকিয়ে কেন’ *** বাংলাদেশ সীমান্তে যে কারণে নতুন ৩ সামরিক ঘাঁটি বানাচ্ছে ভারত *** নির্বাচন হলে ক্ষমতা থাকবে ভারতের কাছে: ফরহাদ মজহার *** বাংলাদেশ সীমান্তবর্তী আসামে সামরিক ঘাঁটি স্থাপন করছে ভারত *** জাতীয় দলে যৌন হয়রানির অভিযোগ জাহানারার, তদন্ত চান ক্রিকেটারেরা *** নির্বাচনে খরচ করার মতো টাকা নেই উপদেষ্টা আসিফ মাহমুদের *** নেদারল্যান্ডসের ইতিহাসের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী রব জেটেন

শাকিব খানের ক্যারিয়ারেও হয়তো অপু বিশ্বাসের সহযোগিতা ছিল : অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৬ অপরাহ্ন, ৬ই নভেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

‘ঢালিউড কুইন’ খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস শাকিব খানকে ভালোবেসে বিয়ে করেন। বর্তমানে সিঙ্গেল মাদার এই নায়িকা। ঢাকাই চলচ্চিত্রের সফল জুটি শাকিব খান-অপু বিশ্বাস। বেশকিছু ব্যবসাসফল সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। আজকের অপু বিশ্বাস হওয়ার পেছনে শাকিব খানের ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন এই চিত্রনায়িকা।

চলচ্চিত্রে শাকিব খানের সফলতা নিয়ে অপু বিশ্বাস বলেন, ‘একজন চিত্রনায়ক শাকিব খান আমার কো-আর্টিস্ট। আমার বেশি সংখ্যক সিনেমা তার সঙ্গেই হয়েছে। তাকে আমি অভিনন্দন জানাব।’

বাংলাদেশের চলচ্চিত্র বিশ্ব দরবারে পৌঁছে দিতে চান শাকিব। তা উল্লেখ করে অপু বিশ্বাস বলেন, ‘আমি যতটুকু কাছ থেকে শাকিবকে দেখেছি, এখনো যতটুকু জানি, চলচ্চিত্র নিয়ে তিনি অন্য ধরণের স্বপ্ন সবসময়ই লালন করেন। তার মতে, চলচ্চিত্রকে যদি আমি চেঞ্জ করতে পারি তা হলে আমি আমার দেশকে প্রেজেন্ট করতে পারি। 

যেমনটা ক্রিকেটের ক্ষেত্রে অনেক পরিবর্তন এসেছে। এর মধ্য দিয়ে বিশ্বের কাছে লাল-সবুজের পতাকা দেখা যায়। এ জায়গা থেকে শাকিব খান সবসময়ই উদ্যোগ নিয়ে আসছেন। তাতে করে তাকে অনেক সময় ট্রলের শিকার হতে হয়েছে; ভালো-মন্দের মধ্য দিয়ে যেতে হয়েছে। তারপরও শাকিব ভেঙে পড়েননি। তার কাছ থেকে এটা আমি শিখেছি।’

আরো পড়ুন: বুবলীর সঙ্গে তাপসের প্রেম! যা বললেন মুন্নী

শাকিব খান বর্তমানে প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ সিনেমা প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘‘প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’ করছেন এটা ভীষণ ভালো লাগছে। চলচ্চিত্রের এমন সময় ‘প্রিয়তমা’র মতো একটা সিনেমা ভীষণ দরকার ছিল। এটা মিরাকলের মতো ঘটনা ঘটেছে।

এ সিনেমার যে চিত্রনায়িকা (ঈধিকা) হিসেবে কাজ করেছেন তাকে অভিনন্দন জানিয়েছি। সে অনেক লাকি। শাকিব খানের মতো একজন সহ-শিল্পী পেয়েছেন। আমার বিশ্বাস তিনি একজন মেধাবী অভিনেত্রী; তিনি তার অবস্থান ধরে রাখতে পারবেন।’’

শাকিব খান-অপু বিশ্বাস ৮০টি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন। চলচ্চিত্রে অপু বিশ্বাসের ক্যারিয়ারে শাকিব খানের অনেক ভূমিকা রয়েছে। তা উল্লেখ করে অপু বিশ্বাস বলেন, ‘শাকিব খানের সঙ্গে আমি কাজ করেছি। একবাক্যে বলব, আমার অপু বিশ্বাস হওয়ার পেছনে অবশ্যই শাকিব খানের অবদান অনেক বেশি।

অধিকার নিয়ে বলতে চাই, শাকিব খানের ক্যারিয়ারেও হয়তো অপু বিশ্বাসের সহযোগিতা ছিল। আর অনেকেই নিজের অবস্থান তৈরি করেছেন শাকিব খানকে ব্যবহার করে, তার সুযোগ নিয়ে।’

এসি/ আই. কে. জে/ 



অপু শাকিব খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250