রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তথ্য উপদেষ্টার সঙ্গে রাহাত ফতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ *** সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে যেন ভোট ঠিকভাবে দিতে পারে : ফখরুল *** বাংলাদেশকে আরও ৪০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক *** নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান চলবে : পরিবেশ উপদেষ্টা *** ‘মহাকালের পাতায় হাসান আরিফের কৃত্তি লেখা থাকবে’ *** দুদক চেয়ারম্যান নিজের সম্পদের হিসাব দিলেন *** ওয়েজ বোর্ড সিস্টেম বাতিল করে সাংবাদিকদের নূন্যতম বেতন চালু করা উচিত : শফিকুল আলম *** রেমিট্যান্সে সুখবর : ২১ দিনেই এলো ২০০ কোটি ডলার *** রোহিঙ্গা অনুপ্রবেশ আটকানো খুব কঠিন হয়ে পড়েছে : পররাষ্ট্র উপদেষ্টা *** সন্ধ্যার মধ্যেই ৩ বিভাগে নামবে বৃষ্টি!

শাহ আমানতে সোনার বারসহ গোয়েন্দা সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ২১শে আগস্ট ২০২৩

#

ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৬টি সোনার বারসহ শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক সদস্যকে আটকের খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে ওই সদস্যের পরিচয় জানা যায়নি।  

সোমবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে তাকে আটক করা হয়। 

এক ক্ষুদেবার্তায় বিমানবন্দরের পদায়িত শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. সালাম জানান, “আজ সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার জি-৯৫২৬ ফ্লাইটের এক যাত্রীর কাছে থাকা কিছু সোনার বার ওয়াশরুমে হাত বদল হবে মর্মে শুল্ক গোয়েন্দা সংস্থার কাছে তথ্য আসে। পরে ওয়াশরুমে পরিত্যক্ত অবস্থায় ডাস্টবিন থেকে ৬টি সোনার বার উদ্ধার করে শুল্ক গোয়েন্দা।”  

শাহ আমানত বিমানবন্দরের পরিচালক জিপি ক্যাপ্টেন তাসলিম আহমেদ বলেন, বিমানবন্দরে সোনার বার উদ্ধারের কথা শুনেছি। যতটুকু শুনেছি বিমানবন্দরের ওয়াশরুম থেকে একজন সোনার বার নিয়ে এসেছেন। যেহেতু সরকারি কর্মকর্তা, এ বিষয়ে তদন্ত ছাড়া মন্তব্য করা যাবে না।

নাম প্রকাশ না করার শর্তে কাস্টমসের আরেক কর্মকর্তা বলেন, বিমানবন্দরে ৬টি সোনার বার উদ্ধার হয়েছে। বিষয়টি এখনো তদন্তাধীন। আপাতত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

এ বিষয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রামের অতিরিক্ত মহাপরিচালক বশীর আহমেদ এবং উপ-পরিচালক আবদুল মতিনের মুঠোফোনে বেশ কয়েকবার ফোন দিলেও তারা রিসিভ করেননি।

এসকে/ 


শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সোনার বার গোয়েন্দা সদস্য আটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন