শাহরুখ খান ও সালমান খান - ছবি: সংগৃহীত
শাহরুখ খান ও সালমান খান বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু বছর ধরে প্রায় একসঙ্গেই রয়েছেন। একসময় রাকেশ রোশনের করণ-অর্জুন সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন তারা। তারপর মাঝে দুজনের বন্ধুত্বে কিছুটা তিক্ততা তৈরি হলেও পরে তা মিটেও যায়। ‘পাঠান’ সিনেমায় বাদশার সঙ্গে ক্যামিও দৃশ্যে দেখা গিয়েছে ভাইজানকে। শোনা যাচ্ছে, সালমানের টাইগার-থ্রিতেও নাকি ক্যামিও হিসাবে দেখা যাবে শাহরুখকে। সম্প্রতি শাহরুখের ‘জওয়ান’-এর দুই মিনিটের প্রিভিউ ভিডিও আর সবার মতই দেখে রীতিমত মুগ্ধ হয়েছেন সালমান। প্রথম দিনেই হলে গিয়ে এই সিনেমা দেখার ইচ্ছার কথা জানিয়েছেন দাবাং হিরো।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার ইনস্টাগ্রামে ‘জওয়ান’ এর প্রিভিউ শেয়ার করেছেন সালমান খান। আর তার ক্যাপশনে লিখেছেন, ‘পাঠান’ ‘জওয়ান’ হয়ে গেল, অসামান্য ট্রেলার, খুবই ভালো লেগেছে। এখন এই ধরনের সিনেমা আমাদের হলে গিয়েই দেখা উচিত। আমি এটা প্রথম দিনেই দেখছি। দারুণ মজা পেয়েছি।’
এদিকে প্রিভিউ রিলিজের দিনই পরিচালককে ধন্যবাদ জানিয়েছেন জওয়ান হিরো কিং খান। সামাজিক মাধ্যমে বলিউড বাদশাহ লেখেন, ‘স্যার, তুমিই সেরা! সব কিছুর জন্য অসংখ্য ধন্যবাদ।’
আরো পড়ুন: দিলীপ কুমারকে নিয়ে অজানা তথ্য দিলেন সায়রা বানু
অ্যাটলির পরিচালনায় ‘জওয়ান’-এ শাহরুখ খানের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারাকে। আগাম ঝলকের অ্যাকশনে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকেও। এছাড়াও জওয়ানের প্রিভিউতে দেখা গেছে বিজয় সেতুপতি, প্রিয়মণি, সানিয়া মালহোত্রাসহ একঝাঁক তারকাকে।
এম/