বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

শীতে ছেলেদের চুলের যত্নে জেনে নিন কিছু টিপস

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৬ অপরাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২৩

#

একটা সময় রূপচর্চা বলতেই নারীদের কথা চলে আসতো। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই ধারণার পরিবর্তন ঘটেছে। এখন ছেলে বা পুরুষরাও রূপচর্চার ক্ষেত্রে পিছিয়ে নেই। তারাও এখন নিজেদের রূপচর্চার দিকে নজর দিয়েছেন। 

স্বাভাবিকভাবেই পুরুষদেরকে ঘরের বাইরে বেশি সময় কাটাতে হয়। রোদে পুড়ে ও শীতকালে ধুলোবালির প্রলেপে ত্বকের সঙ্গে সঙ্গে রুক্ষ ও ম্লান হয়ে যায় তাদের চুল। তাই পুরুষদের চুলের রুক্ষতা দূর করতে নিয়মিত যত্নের প্রয়োজন।

চুল, দেখতে কালো হলেও এটাই কিন্তু সৌন্দর্যের প্রধান অনুষঙ্গ! আর এটা শুধু মেয়ে নয়, ছেলেদেরও। ফ্যাশন ও সৌন্দর্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি।

তবে মাথায় খুশকি, চুল ভাঙা, রুক্ষ্ম ও চিটচিটে হয়ে যাওয়া যেন চুলের সাধারণ সমস্যা। সাধারণত হঠাৎ করে ঋতু পরিবর্তনের সময় ত্বকের সহনশীলতা বদলে যায়। ফলে এসব সমস্যা হয়ে থাকে। তাই খুশকিমুক্ত চুলের যত্ন নেওয়া প্রয়োজন।

আরো পড়ুন : বিয়ের মরশুমে ত্বককে রাখুন সুন্দর

খুশকির জন্য কার্যকর টোটকা হলো- লেবু ও পেঁয়াজের রস এক করে চুলে মেশানো। চুলে খুশকি দূর করার জন্য মাথায় গরম তেল ম্যাসাজ করাটাও বেশ উপকারী।   

প্রতিদিন চুলে শ্যাম্পু ব্যবহার না করে সপ্তাহে দু’বার দেওয়া ভালো। তবে খুশকির সমস্যা বেশি হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

শীতকালে অনেকেরই চুল রুক্ষ্ম হয়ে যায় এবং এক ধরনের চিটচিটে ভাব চলে আসে। এতে অনেক সময় চুলের আগা ফেটে যায়। এ সমস্যা থেকে মুক্তি পেতে রাতে ঘুমাতে যাওয়ার আগে চুলে নারকেল তেল বা অলিভ অয়েল গরম করে ম্যাসাজ করে নিতে পারেন।  

প্রথমে একটি স্টিলের বাটিতে নারকেল তেল অথবা অলিভ অয়েল নিয়ে একটা কাঁচা আমলকী কেটে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার এটাকে চুলার উপর একটা কাপড় দিয়ে ধরে কিছুক্ষণ গরম করে নিতে হবে।  

কিছুক্ষণ রেখে কুসুম গরম থাকতে চুলের আগা ও গোড়ায় ভালো করে আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তেল ম্যাসাজ করতে হবে।  

কখনোই খুব গরম তেল চুলে লাগানো উচিত নয়। এতে চুল উঠে যেতে পারে। সারা রাত চুলে তেলের উপস্থিতিতে চুলের রুক্ষ্ম ভাব কেটে যাবে এবং চুল হয়ে উঠবে ঝলমলে উজ্জ্বল। তবে যাদের ব্রনের সমস্যা আছে তারা চুলে তেল লাগিয়ে রাতে না ঘুমানোই ভালো।  

এস/ আই. কে. জে/ 

টিপস ছেলেদের চুলের যত্ন

খবরটি শেয়ার করুন