সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৪

#

চিত্রনায়িকা অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত

রাজনীতির মাঠে ভিড় বাড়ছে তারকাদের। সংসদে যাওয়ার লড়াইয়েও থাকতে চাচ্ছেন তারা। এবার ক্রিকেট ও শোবিজ অঙ্গনের বেশ কয়েকজন তারকা সরাসরি জনগণের ভোট পেতে মাঠে রয়েছেন। বিএনপিবিহীন এই নির্বাচনে ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান এবং শোবিজ তারকা চিত্রনায়ক ফেরদৌস, ডলি সায়ন্তনী ও মাহিয়া মাহি ভোটে লড়ছেন। এদের মধ্যে সাকিব, মাশরাফি ও ফেরদৌস ক্ষমতাসীন দলের টিকেট পেয়েছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দলের টিকেট আশা চেয়েছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাসও। এর আগের একাদশ সংসদ নির্বাচনেও তিনি আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন। তবে দুইবারই দলের হয়ে ভোটের মাঠের লড়াইয়ে তাকে নামায়নি আওয়ামী লীগ। একাদশ সংসদে টিকেট না পেয়ে সংরক্ষিত হতে চেয়েছিলেন; সেটিও পাননি। এবারও তিনি আওয়ামী লীগের হয়ে সংরক্ষিত নারী সংসদ হতে চান।

সতীর্থ ও সহকর্মী চিত্রনায়ক ফেরদৌসের নির্বাচনি প্রচারণা করেছেন তিনি। সতীর্থের হয়ে নৌকায় ভোট চাইতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন এই অভিনেত্রী। সেখানেই এমন আগ্রহের কথা জানান।

অপু বিশ্বাস জানান, তিনি ফেরদৌসদের মতো হাটে, মাঠে, ঘাটে ছুটে সংসদে বসতে চান না। বরং তার লক্ষ্য সংরক্ষিত নারী আসন। যেটিতে বসতে ভোটের বেগ পেতে হয় না, দরকার শুধু দল প্রধানের সম্মতি।

আরও পড়ুন: প্রথম স্ত্রীর সামনে দ্বিতীয় স্ত্রীকে আমিরের চুমু!

অপু বলেন, আমি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত নারী আসন থেকে মনোনয়নপত্র নিয়েছিলাম। তখন পাইনি। এবারও মনোনয়ন নিতে চাই।

তিনি আরও বলেন, সবাই জানেন, আমি মনে-প্রাণে আওয়ামী লীগকে সাপোর্ট করি; ধারণ করি। সে কারণেই সংরক্ষিত আসনের মনোনয়ন চাই।

সংসদে যাওয়ার এত প্রবল আগ্রহের কারণ হিসেবে তিনি বলেন, নারীদের নিয়ে কাজ করতে চাই। আমার বিশ্বাস, এই দায়িত্ব পালন করার মতো যোগ্যতা আমার আছে।

এসকে/ 

অপু বিশ্বাস সংরক্ষিত নারী আসন

খবরটি শেয়ার করুন