রবিবার, ৯ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জীবনের ‘শেষ নির্বাচন’ উল্লেখ করে যে বার্তা মির্জা ফখরুলের *** চলতি সপ্তাহে দাম না কমলে পেঁয়াজ আমদানির অনুমোদন *** পদত্যাগ করবেন উপদেষ্টা আসিফ, ঢাকা থেকেই নির্বাচনের ঘোষণা *** পুলিশের উদ্যোগে ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের ‘শান্তিচুক্তি’ *** নতুন বেতনকাঠামোর সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার: অর্থ উপদেষ্টা *** ‘পুতুলনাচের ইতিকথা’ *** ঢাকা-১৭ আসনে লড়বেন প্রখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হানের ছেলে *** রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ ১৩ই নভেম্বর থেকে *** স্বাস্থ্য উপদেষ্টার সাবেক দুই ব্যক্তিগত কর্মকর্তার সম্পদের হিসাব চাইল দুদক *** অনুষ্ঠানের মাঝেই ‘ঘুমিয়ে’ পড়লেন ট্রাম্প, সামাজিক মাধ্যমে ছবি ভাইরাল

সততা, নিষ্ঠা ও পরিশ্রম দিয়ে স্বপ্নের পথে হাঁটছে ‘যদি’

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫০ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৩

#

সততা, নিষ্ঠা ও পরিশ্রম দিয়ে স্বপ্নের পথে হাঁটছে 'যদি'। ছবি: সুখবর

এই সময়ের দেশীয় পোশাক ব্র‍্যান্ডের ই-কমার্স প্ল্যাটফর্মের এক নতুন নাম ‘যদি’। নাম শুনে যাই মনে হোক না কেন "যদি" আসলে দুই তরুণ  উদ্যোগতার গল্প। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী রেজা মোর্শেদ ও শান্তা মরিয়ম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আনিকা চৌধুরী দুই জনের যৌথ প্রচেষ্টায় গড়ে ওঠে যদি। কোভিড পিরিয়ড পার হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তারা এই  প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।  

ছাত্র অবস্থা থেকেই কিছু করার প্র‍য়াস ছিল উদ্যোক্তাদের। সেই প্রয়াস আর ছোটবেলা থেকে আঁকাআঁকি- নকশার প্রতি ঝোঁক থেকেই ভিন্নধর্মী ডিজাইন নিয়ে যদি'র পথচলা শুরু। আরো আগে থেকে আগ্রহ থাকলেও নানা সীমাবদ্ধতার কারণে কাজ শুরু করতে পারেননি। কোভিড-১৯ মহামারীকালে অল্প কিছু পুঁজি নিয়ে ই-কমার্স ব্যবসা শুরু করেন। 

নকশায় দৃষ্টিনন্দন ও মৌলিকত্বের কারণে অল্প সময়ের মাঝে ভোক্তার হৃদয়ে জায়গা করে নিয়েছে যদি। যদি'র নান্দনিক ও ইউনিক ডিজাইনগুলো সবার কাছে খুবই প্রসংসিত। নকশায় বাংলার ইতিহাস ও ঐতিহ্যকে ক্লাসিক ও লোকজ গড়নে তুলে ধরা হয়। প্রতিটি নকশায় চিরায়িত ঐতিহ্য ও কৃষ্টি প্রাধান্য পায়। তাছাড়া যদি'র মূল লক্ষ্য দেশীয় সুতি, খাদি, তাঁত কাপড়ের মাধ্যমে দেশীয় ঐতিহ্য, সংস্কৃতিকে সবার মাঝে তুলে ধরা।  

আরও পড়ুন : বর্ণিল নকশায় পূজার পোশাক

উদ্যোক্তারা বলেন, আমরা দেশীয় সংস্কৃতি, লোক সংস্কৃতি ও বাংলার গ্রামীণ আবহ ঐতিহ্যকে আমাদের রংশৈলী নকশার মাধ্যমে সকলের মাঝে ছড়িয়ে দেওয়া এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

যদি'র অনন্য নকশা এরই মাঝে মানুষের মাঝে বেশ সাড়া ফেলেছে। সরলতার মাঝে যে সৌন্দর্য আছে তা নান্দনিক ডিজাইনের মাধ্যমে খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এছাড়া উন্নত মানের কাপড় ব্যবহার করে ‘যদি’ সব ধরনের ক্রেতার সাধ ও সাধ্যের খেয়াল রেখে পোশাক তৈরি করে।   

এরই মাঝে যদি দেশীয় সকল উৎসবের সাথে মিলিয়ে নতুন নতুন নান্দনিক ডিজাইন নিয়ে হাজির হয় সব সময়।  যদি'র স্বকীয়তা এবং উন্নত গুণগত মানই যদি'কে করে তুলেছে অনন্য। 

যদি নিয়ে আগামীর পরিকল্পনা জানতে চাইলে উদ্যোক্তারা জানান, তারা চান যদি'র সুনাম সারা দেশে ছড়িয়ে পড়ুক এবং এমন একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠুক যেন প্রতিটি মানুষ তার এই প্রতিষ্ঠানকে 'যদি' নামেই  চিনতে পারেন। সততা, নিষ্ঠা ও পরিশ্রম দিয়ে তারা তাদের এ স্বপ্নের পথে জোরকদমে অগ্রসর হচ্ছেন।

এস/ আই. কে. জে/ 


যদি ই-কমার্স প্ল্যাটফর্ম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250