বুধবার, ১৭ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এস আলমকে নিয়ে গভর্নর বললেন, ‘চোরের মায়ের বড় গলা’ *** গোলাম আযম জাতির 'শ্রেষ্ঠ সন্তান' হলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থান কোথায়—প্রশ্ন মির্জা আব্বাসের *** শুরু থেকেই ভারতের সঙ্গে সম্পর্কে ‘টানাপোড়েন আছে’— এটা বাস্তবতা: পররাষ্ট্র উপদেষ্টা *** ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড *** অপারেটর করলেন ভুল, ক্যারি করলেন সেঞ্চুরি *** উত্তর-পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করার বাংলাদেশি হুমকি সহ্য করা হবে না: আসামের মুখ্যমন্ত্রী *** আমাদের ‘নসিহত’ করা হয়েছে, নির্বাচন নিয়ে উপদেশ চাই না: তৌহিদ হোসেন *** ভারতে নারীর নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ *** বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে কী বলল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় *** হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার

সবাইকে শুক্রবারের ‘দাওয়াত’ দিয়ে রাখলেন মেসি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৮ অপরাহ্ন, ১৮ই জুলাই ২০২৩

#

২ বছরের চুক্তিতে ইন্টার মায়ামিতে যোগ দিলেন মেসি - ছবি: টুইটার

জাঁকজমকভাবেই লিওনেল মেসিকে বরণ করে নিয়েছে ইন্টার মায়ামি। সমর্থকদের সঙ্গে পরিচয়ের পর্ব শেষ হয়েছে। তাহলে শুক্রবার আবার কী? সেদিন যে সবাইকে ‘দাওয়াত’ দিয়ে রাখলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের অধিনায়ক!

মেসিবরণ নাহয় শেষ হয়েছে, কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন দলের অধিনায়ককে নিজেদের জার্সি গায়ে এখনো তো মাঠে দেখেনি ইন্টার মায়ামির সমর্থকেরা। এবার তারা অপেক্ষা করছে মাঠে মেসির পায়ের জাদু দেখার। সেই জাদু দেখানোর দাওয়াতই সবাইকে দিয়ে রেখেছেন মেসি!

ইন্টার মায়ামির হয়ে মেসির অভিষেক হওয়ার কথা শুক্রবার। লিগস কাপে ক্রুস আজুলের বিপক্ষে সেদিন খেলবে ইন্টার মায়ামি। সে ম্যাচ দিয়েই যুক্তরাষ্ট্রের ফুটবলে শুরু হবে মেসির নতুন অধ্যায়। এ ম্যাচ খেলতে নামার আগে ইন্টার মায়ামির সবাইকে গতকাল হয়ে যাওয়া জমকালো বরণ অনুষ্ঠানের জন্য ধন্যবাদ জানিয়েছেন মেসি।

ইনস্টাগ্রামে এক পোস্টে মেসি লিখেছেন, ‘গতকালের জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। অনুষ্ঠানের পরিকল্পনা যেভাবে করা হয়েছিল, সেটা একটু পাল্টে দিয়েছে বৃষ্টি। কিন্তু এরপরও সবকিছু দারুণ ছিল। যাঁরা এসেছিলেন, সবাইকে ধন্যবাদ।’

মেসি–বরণ অনুষ্ঠানে তাঁর হাতে ১০ নম্বর জার্সি তুলে দেন ইন্টার মায়ামির তিন মালিক (বাঁ থেকে) জর্জ ম্যাস, হোসে ম্যাস ও ডেভিড বেকহাম

মেসিকে বরণ করতে আসা ইন্টার মায়ামির সমর্থকেরা তাঁর নামে স্লোগান দিয়েছে, গান গেয়েছে। সমর্থকদের এমন ভালোবাসায় আপ্লুত মেসি লিখেছেন, ‘আপনারা যে ভালোবাসা আমাকে দিয়েছেন, এর জন্য ধন্যবাদ। যারা পারফর্ম করেছে, সেই শিল্পীদেরও ধন্যবাদ।’

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (১৮ জুলাই ২০২৩)

ইনস্টাগ্রামের পোস্টের সবশেষে মেসি শুক্রবার ক্রুস আজুলের বিপক্ষে ম্যাচের জন্য সবাইকে নিমন্ত্রণ করে রেখেছেন এভাবে, ‘আপনাদের সঙ্গে আবার দেখা হবে শুক্রবার।’

এম/


লিওনেল মেসি ইন্টার মায়ামি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250