মঙ্গলবার, ১৪ই জানুয়ারী ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সবার সামনেই প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব শাহরুখের!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৩ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৩

#

ছবি-ফাইল

অভিনয় জগৎ থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন শাহরুখ খান। চার বছর পর চলতি বছরে আবার বড় পর্দায় ফিরেছেন তিনি। আট মাসের ব্যবধানে ‘পাঠান’ এবং ‘জওয়ান’-এর মতো দু’টি ছবিতে অভিনয় করে নিজের দক্ষতা আবার বুঝিয়ে দিয়েছেন অভিনেতা।

দু’টি ছবিই বিশ্বজোড়া বক্স অফিসে হাজার কোটি টাকার ক্লাবে নাম লিখিয়েছে। চারদিকে যখন শাহরুখের সাফল্যের জয়গান, ঠিক সেই মুহূর্তে গণমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ায় অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

বলিউডের ‘কিং অফ রোম্যান্স’ খ্যাত শাহরুখ খানের সঙ্গে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সম্পর্ক নিয়ে বহু আলোচনা হয়েছে বলিপাড়ায়। এই দুই তারকা নাকি গোপনে বিয়ে করেছেন এমন গুঞ্জনও রটেছে  অনেকবার। 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহরুখ-প্রিয়াঙ্কার পুরোনো এক ভিডিও ছড়িয়ে পড়তেই তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে আবারও। ২০০৯ সালে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিনোদন বিভাগে পুরস্কার পান প্রিয়াঙ্কা। কিন্তু সশরীরে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না তিনি। হাজির হন ভিডিও কলে। 

সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করণ জোহরসহ বলিপাড়ার বহু নামী তারকা। অতিথির আসনে দেখা যায় শাহরুখকেও। প্রিয়াঙ্কা ভিডিও কলের মাধ্যমে হাজির হওয়ার কিছুক্ষণ পর অতিথির আসন থেকে অভিনেত্রীর সঙ্গে কথা বলতে শুরু করেন শাহরুখ।

তারকাখচিত অনুষ্ঠানে নিজের আসন থেকেই হাতে মাইক নিয়ে প্রিয়াঙ্কাকে উদ্দেশ করে শাহরুখ বলেন, ‘খুব কম লোকই জানেন যে তুমি কত ভাল গান গাও। আজ আমি তোমায় গান গেয়ে এমন কিছু বলব যার জবাব তোমাকে গান গেয়েই দিতে হবে।’

কথা শেষ করে একটি ইংরেজি গান ধরলেন শাহরুখ। ‘দ্য বিটল্‌স’ রক ব্যান্ডের ‘লেট ইট বি’ গানটি প্রিয়াঙ্কাকে গেয়ে শোনাতে শুরু করেন তিনি। কিন্তু গানের প্রথম দু’কলি গাওয়ার পর নিজের মনোভাব পরিবর্তন করেন শাহরুখ।

‘লেট ইট বি’র বদলে সে জায়গায় ‘ম্যারি মি’ শব্দ দুইটি বসিয়ে দেন। প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে সুর মিলিয়ে বারবার ‘ম্যারি মি’ (আমায় বিয়ে করো) বলতে থাকতেন তিনি।

শাহরুখের এমন আচরণে অবাক হয়ে যান প্রিয়াঙ্কা। লজ্জামাখা মুখে হাসিও ফুটে ওঠে তার। গান গেয়ে প্রিয়াঙ্কাকে জবাব দিতে অনুরোধ করেন শাহরুখ। অভিনেত্রী চোখেমুখে কেমন যেন একটা অপ্রস্তুত ভাব ফুটে ওঠে।

হাসিমুখে প্রিয়াঙ্কা বলেন, ‘এর উত্তর গানের মাধ্যমে কেন, কোনও শব্দ প্রয়োগ করেই দেওয়া যায় না।’

প্রিয়াঙ্কার জবাব শুনে শাহরুখ পাল্টা বলেন, ‘তাহলে ঠোঁটের দুষ্টুভঙ্গি করেও তুমি উত্তর দিতে পার।’ এই কথা বলে প্রিয়াঙ্কার দিকে চুমুও ইঙ্গিত করেন তিনি। শাহরুখের পাল্টা উত্তরে প্রিয়াঙ্কা আরও অপ্রস্তুত হয়ে পড়েন। বিষয়টি বুঝতে পেরে শাহরুখও বলে ওঠেন, ‘প্রিয়াঙ্কাকে এর চেয়ে বেশি বিব্রত করা ঠিক হবে না।’ 

আরো পড়ুন: ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে ‘টুইট’ মিয়া খলিফার

শাহরুখের পর প্রিয়াঙ্কাও আর কথা বাড়াননি। এই অনুষ্ঠানের কয়েক বছরের মধ্যে প্রিয়াঙ্কা বলিউড থেকে হলিউডে চলে যান। একাংশের মতে, ক্যারিয়ার তৈরি করতে হলিউডে যান অভিনেত্রী। কিন্তু এর নেপথ্যে নাকি অন্য কারণও ছিল।

বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, ২০০৬ সালে মু্ক্তিপ্রাপ্ত ‘ডন’ ছবির শুটিংয়ের সময় সহ-অভিনেত্রী প্রিয়াঙ্কার সঙ্গে গাঢ় বন্ধুত্ব হয় শাহরুখের। দুই তারকা নাকি সম্পর্কেও জড়িয়ে পড়েন। তাদের এই সম্পর্কের কথা জানতে পারেন শাহরুখ-পত্নী গৌরী খান। প্রিয়াঙ্কার সঙ্গে যেন ভবিষ্যতে কোনও কাজ না করেন শাহরুখের কাছে এই শর্ত রাখেন তিনি। 

এসি/ আই.কে.জে


শাহরুখ প্রিয়াঙ্কা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন