শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সরকার গঠনের পর আমেরিকা বাংলাদেশের পাশে থাকবে: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৮ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমেরিকা বাস্তববাদী দেশ। অতীতের মতো সরকার গঠনের পর এবারও তারা বাংলাদেশকে সমর্থন দেবে।

আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাস, ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও মানুষ পুড়িয়ে মারার মতো অপকর্মের জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৪ নভেম্বর) হযরত শাহজালাল (রঃ) মাজারে নামাজ আদায় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০১ সালেই শেখ হাসিনা প্রমাণ করে দিয়েছিলেন তার সরকারের আমলে নির্বাচিন কমিশন স্বাধীনভাবে দায়িত্ব পালনের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে পারে।

তিনি বলেন, দেশের অবস্থা খুব ভালো। দেশে নির্বাচনের একটি জোয়ার বইছে। দেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে। আমরা গত ১৫ বছর অনেক কাজ করেছি। এখন আমাদের পরীক্ষা। আশা করি আপনারা আমাদের পাস করাবেন।

তিনি আরো বলেন, বিদেশিরা যদি ভালো উপদেশ দেয় তাহলে আমরা তা গ্রহণ করব। তারা যদি সেটি না করে তাহলে আমরা জানি কীভাবে প্রতিহত করতে হয়।

আরো পড়ুন: বিএনপির সাবেক নেতারা আ.লীগ নেতাদের বাড়ি বাড়ি যাচ্ছেন : স্বারাষ্ট্রমন্ত্রী

এ সময় উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনসহ দলীয় নেতাকর্মীরা।

এসকে/ 

আমেরিকা পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন