মঙ্গলবার, ২১শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে বিএনপি *** তরুণ-তরুণীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ দেবে সরকার *** শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার, ফিরছেন ক্লাসে *** চীন সফরে যাবেন ডোনাল্ড ট্রাম্প *** তেলাপোকা মারতে গিয়ে পুরো অ্যাপার্টমেন্টেই দিলেন আগুন *** এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়ল ১৫ শতাংশ *** সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টাকে ৬ আন্তর্জাতিক সংগঠনের চিঠি *** জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিয়ো না—এনসিপি নেতাদের গোলাম পরওয়ার *** দীপাবলিতে ভারতীয়দের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশি হাইকমিশনের ভিডিও প্রকাশ *** ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিলের তথ্য প্রকাশ, যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

যে কারণে সানি লিওনকে ঘৃণা করতেন তার মা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৬ অপরাহ্ন, ২২শে জুলাই ২০২৩

#

অভিনেত্রী সানি লিওন। ছবি: সংগৃহীত

বর্তমান পরিচয় বলিউড অভিনেত্রী হলেও সানি লিওন পরিচিতি পেয়েছিলেন নীল সিনেমার জগতে কাজ করেই। মাত্র ১৯ বছর বয়সেই অন্ধকার সেই দুনিয়ায় পা রাখেন তিনি। 

পরিবারকে না জানিয়ে গোপনেই করেছিলেন সেই কাজ। যদিও একটা সময় তার ভাই বিষয়টা টের পেয়ে যায়। তবুও বোনকে ফেরাতে পারেননি নীল সিনেমার জগত খেকে। 

এরপর পরিবারও জানতে পারে এই তারকার পেশা সম্পর্কে। সানির কথায়, নীল ছবির দুনিয়ায় পা রেখেই এমন একটা কাজ করেছিলেন তিনি, যা শুনে রেগে আগুন হয়েছিল তার মা। শুধু তাই নয়, সানিকে সেই কাজের জন্য ঘৃণাও করতেন তিনি। 

পর্ন ইন্ডাস্ট্রিতে পা রেখেই নিজের নাম বদলে ফেলেন অভিনেত্রী। করণজিৎ কউর থেকে হয়ে যান সানি লিওন। কিন্তু এই নামটি ছিল তার ভাইয়ের। পরিবারের সকলের কাছেই এ নামে পরিচিত ছিলেন তিনি।

নাম বদলানোর জন্য ভাইয়ের নামটাই পছন্দ করেন সানি। ব্যবহার করেন নিজের নাম হিসেবে। যেটা মোটেও পছন্দ হয়নি তার মায়ের। সরাসরি তাকে জিজ্ঞেস করেন, ‘এত নামের মধ্যে তুই এই নামটাই খুঁজে পেলি?’

আরো পড়ুন: দাগ লুকাতে তলপেটে ট্যাটু করালেন মিমি

সানির ভাষ্য, ‘আমার আসল নাম করণজিৎ কউর। কিন্তু যখন নীল ছবির জগতে পা রাখি তখন আমাকে একটা আকর্ষণীয় নাম রাখতে বলা হয়। আমি আমার ভাইয়ের নাম ধার নিই। তারপরই আমার নাম হয়ে যায় সানি লিওন। এরপর থেকেই আমার মা আমাকে সহ্য করতে পারেন না। একপ্রকার ঘৃণা করতেন আমাকে।’

যদিও সেইসব স্মৃতিই এখন পুরোনো সানির জীবনে। কারণ পর্ন ইন্ডাস্ট্রি ছেড়ে বলিউডে ক্যারিয়ার গড়ছেন তিনি। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবেও হাজির হয়েছিলেন অভিনেত্রী। সেখানে সাড়া ফেলেছে তার নতুন সিনেমা ‘কেনেডি’। এই ছবিতে অনুরাগ ক্যশপের মতো পরিচালকের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন সানি। যা তার চলচ্চিত্র ক্যারিয়ারের অন্যতম সাফল্য দেখছেন সকলে। 

এসি/ আই. কে. জে/ 



সানি লিওন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250