বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ফাইল ছবি
পাঁচ দিনের ইন্দোনেশিয়া সফর শেষে সিঙ্গাপুরে পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় তিন দিনব্যাপী দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোটের (আসিয়ান) ৪৩তম শীর্ষ সম্মেলন এবং ১৮তম ‘ইস্ট এশিয়া’ সম্মেলনে যোগ দেন।
রাষ্ট্রপতি ও স্ত্রী রেবেকা সুলতানাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-১৯১১) সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ২টা ১২ মিনিটে (সিঙ্গাপুর সময়) পৌঁছান।
সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার তৌহিদুল ইসলাম এবং বাংলাদেশ হাইকমিশনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতিকে স্বাগত জানান।
সিঙ্গাপুরে রাষ্ট্র প্র্রধান ও তার স্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা হবে।
এর আগে বেলা ১১টায় (জাকার্তা সময়) সুকর্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।
বিমানবন্দরে রাষ্ট্রপতিকে ইন্দোনেশিয়ার জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী আরিফিন তাসরিফ এবং ইন্দোনেশিয়ায় বাংলাদেশ মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিদায় জানান।
আরো পড়ুন: কামালা হ্যারিসের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ
বাংলাদেশের রাষ্ট্রপতি ৪ সেপ্টেম্বর জাকার্তায় পৌঁছান। তিনি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সভাপতিত্বে ৫-৭ সেপ্টেম্বর, ২০২৩ অনুষ্ঠিত তিন দিনব্যাপী ৪৩তম আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দেন।
এসকে/
খবরটি শেয়ার করুন