বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০১ অপরাহ্ন, ১২ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

সিলেটে পরিবহন শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছেন শ্রমিক নেতারা। সিলেট জেলা প্রশাসক মো. মজিবর রহমানের দাবি পূরণের আশ্বাসের ভিত্তিতে ঘোষণার ৬ ঘণ্টার মাথায় মঙ্গলবার (১১ জুলাই) রাতে ধর্মঘট প্রত্যাহার করে নেন শ্রমিক নেতারা।

সিলেট-তামাবিল মহাসড়কে বাস চলাচল নির্বিঘ্ন করতে এবং জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদকে গ্রেপ্তারের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করেছিল জেলা বাস-মিনিবাস পরিবহন শ্রমিক ইউনিয়ন।

শুক্রবার জৈন্তাপুরের দরবস্তে ইজিবাইকের সঙ্গে বাসের ধাক্কায় পাঁচজন নিহত হওয়ার জের ধরে বৃহত্তর জৈন্তাপুর ১৭ পরগণা সালিশ কমিটির সভায় অদক্ষ ও লাইসেন্সবিহীন বাসচালকদের ছাটাইয়ের দাবিতে এই সড়কে বাস চলাচল করতে না দেওয়ার ঘোষণা দেয়া হয়েছিল। সে অনুযায়ী রোববার জৈন্তাপুরবাসী সিলেট-তামাবিল সড়কে বাস চলাচল বন্ধ করে দেন।

আরো পড়ুন: রাজধানীতে আজ আওয়ামী লীগ-বিএনপির সমাবেশ আজ

এর প্রতিবাদে সিলেট জেলা বাস মিনিবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা সোমবার থেকে এই সড়কে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছিল। মঙ্গলবারের মধ্যে দাবি পূরণ না হলে বুধবার থেকে সিলেট জেলাজুড়ে একই কর্মসূচি ঘোষণা করেন তারা।

এম/


সিলেট পরিবহন ধর্মঘট

খবরটি শেয়ার করুন