ছবি: সংগৃহীত
সিলেটে পরিবহন শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছেন শ্রমিক নেতারা। সিলেট জেলা প্রশাসক মো. মজিবর রহমানের দাবি পূরণের আশ্বাসের ভিত্তিতে ঘোষণার ৬ ঘণ্টার মাথায় মঙ্গলবার (১১ জুলাই) রাতে ধর্মঘট প্রত্যাহার করে নেন শ্রমিক নেতারা।
সিলেট-তামাবিল মহাসড়কে বাস চলাচল নির্বিঘ্ন করতে এবং জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদকে গ্রেপ্তারের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করেছিল জেলা বাস-মিনিবাস পরিবহন শ্রমিক ইউনিয়ন।
শুক্রবার জৈন্তাপুরের দরবস্তে ইজিবাইকের সঙ্গে বাসের ধাক্কায় পাঁচজন নিহত হওয়ার জের ধরে বৃহত্তর জৈন্তাপুর ১৭ পরগণা সালিশ কমিটির সভায় অদক্ষ ও লাইসেন্সবিহীন বাসচালকদের ছাটাইয়ের দাবিতে এই সড়কে বাস চলাচল করতে না দেওয়ার ঘোষণা দেয়া হয়েছিল। সে অনুযায়ী রোববার জৈন্তাপুরবাসী সিলেট-তামাবিল সড়কে বাস চলাচল বন্ধ করে দেন।
আরো পড়ুন: রাজধানীতে আজ আওয়ামী লীগ-বিএনপির সমাবেশ আজ
এম/