সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫২০৬ *** খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু *** বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক: গোপালগঞ্জে প্রশাসন চাইলে রক্তপাত এড়ানো যেত *** পাকিস্তানকে উড়িয়ে ৯ বছর পর জিতল বাংলাদেশ *** এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হওয়ার বিষয়ে তিন দলের ভিন্ন প্রস্তাব *** এত ‘নির্দোষ, নিরপরাধ, নিষ্পাপ’ সরকার আমি দেখিনি: দেবপ্রিয় ভট্টাচার্য *** গণগ্রেপ্তারের অভিযোগ এনে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন *** গোপালগঞ্জে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার *** পাকিস্তানকে দাঁড়াতেই দিলেন না তাসকিনরা *** শুটিংয়ে আহত হননি শাহরুখ

সুদানে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৩৩ পূর্বাহ্ন, ২৫শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

সুদানে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতিতে দুপক্ষ সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। স্থানীয় সময় সোমবার রাত থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানা গেছে। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

দেশটির সেনাবাহিনী ও বেসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে গত ১৫ এপ্রিল থেকে এ লড়াই শুরু হয়। এর আগে যুদ্ধবিরতিতে সম্মত হলেও কোনো পক্ষই তা মেনে চলেনি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, ৪৮ ঘণ্টার আলোচনার পর সেনাবাহিনী ও আরএসএফ ৭২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনী সুদান থেকে তাদের দূতাবাস কর্মীদের সরিয়ে নিয়েছে, অন্য দেশও তাদের নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে তৎপরতা শুরু করেছে। রোববার সুদানের রাজধানী খার্তুমে প্রতিদ্বন্দ্বী সামরিক পক্ষগুলোর লড়াইয়ের মধ্যেই এসব তোড়জোড় চলছিল।

সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে লড়াই শুরু হওয়ার পর মানবিক সংকট দেখা দেয়। দুপক্ষের সংঘাতে ৪২০ জন নিহত এবং অনেক মানুষ আহত হয়। লাখ লাখ সুদানি নিত্যপ্রয়োজনীয় পরিষেবাগুলো থেকে বঞ্চিত হয়। এই বিশৃঙ্খলা থেকে লোকজন পালানোর উদ্যোগ নিলে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য খার্তুমে বিমান নামায় এবং গাড়িবহর সংগঠিত করে। এ সময় কিছু বিদেশি নাগরিক আহত হন।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, তারাও তাদের কূটনীতিকদের সরিয়ে নিয়েছেন এবং তাদের সুদানি কর্মীদের সহযোগিতা করার চেষ্টা করছেন। অন্য দেশগুলোর মধ্যে মিশর, ভারত, নাইজেরিয়া ও লিবিয়া জানিয়েছে, তারা তাদের নাগরিকদের দেশে ফিরিয়ে নিতে কাজ করছে।

এম/

আরো পড়ুন:

মাত্র ২ কোটি টাকায় বিক্রি হবে নির্জন দ্বীপ
 

সুদান যুদ্ধবিরতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন