ছবি: সংগৃহীত
মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চ্যাটজিপিটি উন্মুক্ত হওয়ার পর থেকে বিশ্বজুড়ে এ প্রযুক্তির জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে। আর তাই এরই মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির নিজস্ব চ্যাটবট বা টুল চালু করেছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি জনপ্রিয়তা পেলেও এর মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো ও প্রতারণার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেক বিশেষজ্ঞ। বিশেষজ্ঞদের ধারণা সত্যি প্রমাণ করে এবার স্ন্যাপচ্যাট ব্যবহারকারীদের অজান্তেই তাঁদের অ্যাকাউন্ট থেকে ছবি পোস্ট করছে স্ন্যাপচ্যাটের চ্যাটবট ‘মাই এআই’।
গত ফেব্রুয়ারি মাসে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি প্রযুক্তি কাজে লাগিয়ে নিজস্ব চ্যাটবট ‘মাই এআই’ চালু করে স্ন্যাপচ্যাট। শুরুতে শুধু অর্থের বিনিময়ে চ্যাটবটটি ব্যবহারের সুযোগ মিললেও পরে সব ব্যবহারকারীর জন্য চ্যাটবটটি উন্মুক্ত করা হয়। চ্যাটবটটির মাধ্যমে ছবিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরা ফিল্টার ব্যবহার করে ছবি তোলার পাশাপাশি নির্দিষ্ট সময়ে ছবি ও স্টোরিজ পোস্ট করা যায়। শুধু তাই নয়, চ্যাটবটটির মাধ্যমে বিভিন্ন প্রশ্নের উত্তর জানা সম্ভব।
সম্প্রতি খুদে ব্লগ লেখার ওয়েবসাইট এক্সে (টুইটার) কয়েকজন স্ন্যাপচ্যাট ব্যবহারকারী অভিযোগ করেছেন, তাঁদের অজান্তেই মাই এআই চ্যাটবট স্ন্যাপচ্যাটে ১ সেকেন্ডের একাধিক ছবি পোস্ট করেছে। ছবির বিষয়বস্তু বোঝা না গেলেও সেগুলো গোপনে পাঠানো হয়েছে। ব্যবহারকারীদের অভিযোগ জানার পর বিষয়টি পর্যালোচনা করে স্ন্যাপচ্যাট কর্তৃপক্ষ জানিয়েছে, মাই এআই চ্যাটবটের কারিগরি ত্রুটির কারণে এমনটি হয়েছে। এরই মধ্যে চ্যাটবটের কারিগরি ত্রুটির সমাধান করা হয়েছে।
আর.এইচ
খবরটি শেয়ার করুন