রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

স্বজন-প্রতিবেশীর ক্ষতি থেকে বাঁচার দোয়া

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২০ অপরাহ্ন, ১২ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজু বিকা মিন জারিস সু-ই, ওয়া মিন জাউজিন তুশাইয়িবুনি কবলাল মাশিবি, ওয়া মিঁউ ওয়ালাদিঁই ইয়াকুনু আলাইয়া রাব্বান, ওয়া মিম মালিঁই ইয়াকুনু আলাইয়া আজাবান, ওয়া মিন খালিলিম মাকিরিন আইনুহু তারানি, ওয়া কলবুহু তারআনি। ইন রাআ হাসানাতান দাফানাহা, ওয়া-ইন রাআ সাইয়িয়াতান আজাআহা।

অর্থ: হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি মন্দ প্রতিবেশী থেকে, এমন স্ত্রী থেকে, যে বৃদ্ধ হওয়ার আগেই আমাকে বৃদ্ধ বানাবে, এমন সন্তান থেকে, যে আমার প্রভু হতে চাইবে, এমন সম্পদ থেকে, যা আমার জন্য শাস্তিস্বরূপ হবে এবং এমন ধূর্ত বন্ধু থেকে, যার চোখ আমাকে দেখে এবং তার হৃদয় আমার প্রতি লক্ষ্য রাখে। ভালো কিছু দেখলে তা আড়াল করে এবং খারাপ কিছু দেখলে তা প্রচার করে।

আরো পড়ুন: যে আমলে দীর্ঘ হয় মানুষের হায়াত

উপকারিতা: আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) উল্লিখিত দোয়া পাঠ করতেন। (তাবারানি, হাদিস : ৩১৩৭)

-- সংগৃহীত

এম এইচ ডি/ আইকেজে 
 

স্বজন প্রতিবেশী ক্ষতি দোয়া আল্লাহ্‌

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন