ছবি: সংগৃহীত
স্মার্টফোনের মাধ্যমে অনেক সময় ওয়েবসাইটে কাজ করার সময় ফুল পেজ স্ক্রিনশট তোলার প্রয়োজন হয়ে পড়ে। তখন স্মার্টফোন ব্যবহারকারীরা একেকটি পেজের স্ক্রিনশট নিয়ে রাখেন। তারপর তা আলাদাভাবে শেয়ার করেন, যা বেশ ঝামেলার কাজ। ফুল পেজ স্ক্রিনশট তোলার জন্য আলাদাভাবে স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন নেই।
গুগল প্লে স্টোর থেকে ‘অ্যাপ’ ডাউনলোড করার পরে তার সহায়তায় ফুল পেজ স্ক্রিনশট নেওয়া সম্ভব।
স্ক্রিনশট নেওয়ার জন্য স্মার্টফোনে ডাউনলোড করতে হবে ‘স্ক্রিনমাস্টার– স্ক্রিনশট ও লংশট ফটো মার্কআপ’ নামে অ্যাপ।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা বিনামূল্যে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। অ্যাপের সাহায্যে ফুল পেজ স্ক্রিনশট নেওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও তৈরি ও স্ক্রিনশট ক্রপ করা যাবে।
আর.এইচ/ আই.কে.জে/
খবরটি শেয়ার করুন