ছবি-সংগৃহীত
সামান্থা রুথ প্রভুর সারটোরিয়াল চয়েস ফ্যাশন-পুলিশদের কখনই নিরাশ করে না। যে কোনও লুকে সামান্থা বেশ আত্মবিশ্বাসী মেজাজে ধরা দেন। সম্প্রতি দুবাইয়ের এক ইভেন্টে এই লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী।
সামান্থা রুথ প্রভু সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিতে দুবাই গিয়েছিলেন। অনুষ্ঠানে গোলাপি রঙের শাড়ি, ব্র্যালেট এবং কেপ জ্যাকেট পরেছিলেন অভিনেত্রী।
আরো পড়ুন: বাঁধনকে কেন নটী বললেন বন্যা মির্জা!
পোশাকের সঙ্গে ছোট হেয়ারকাট লুকে সামান্থার থেকে চোখ সরছে না ভক্তদের। ইনস্টাগ্রামে নিজের ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘দুবাই। ভিতরে আগুন জ্বলতে থাকুক’।
পোশাকের সঙ্গে নূন্যতম মেকআপ এবং গলায় একটি নেকপিস পরেছেন অভিনেত্রী। শেষবার বিজয় দেবেরকোন্ডার সঙ্গে ‘কুশি’ছবিতে অভিনয় করেছিলেন সামান্থা। সেপ্টেম্বরে মুক্তি পেয়েছে এই ছবি।
এসি/ আই.কে.জে