বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য’ সংহত করতে ৪ দলের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক *** লিটন দাস জয় উৎসর্গ করলেন নিহতদের স্মরণে *** সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ বাংলাদেশের *** বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে সরকার *** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ

হাসপাতালের ডিনকে দিয়ে টয়লেট পরিষ্কার করালেন এমপি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৮ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৩

#

ছবি : এনডিটিভি

মাত্র ৪৮ ঘণ্টায় এক সরকারি হাসপাতালে ৩১ রোগীর মৃত্যুর পর নড়েচড়ে বসে সরকার। তড়িঘড়ি করে ওই হাসপাতালে যান ক্ষমতাসীন দলের এক সংসদ সদস্য (এমপি)। পর্যবেক্ষণ করেন সেখানকার সবশেষ পরিস্থিতি। একপর্যায়ে নোংরা টয়লেট দেখতে পেয়ে হাসপাতালের ডিনকে দিয়েই তা পরিষ্কার করান এমপি। 

মঙ্গলবার (৩ অক্টোবর) ভারতের মহারাষ্ট্রের নান্দেদের একটি সরকারি হাসপাতালে এমন ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে। 

গতকাল সোমবার নান্দেদের শঙ্কররাও চ্যাবন সরকারি হাসপাতালে মাত্র ২৪ ঘণ্টায় ২৪ রোগীর মৃত্যু হয়। এরপর মঙ্গলবার আরও সাতজন মারা যায়। এ নিয়ে মাত্র ৪৮ ঘণ্টায় হাসপাতালটিতে ৩১ জনের মৃত্যু হয়। এরপরই এ বিষয়ে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হতে থাকে। একই সঙ্গে একনাথ শিন্ডের নেতৃত্বাধীন জোট সরকারের দিকে সমালোচনার তোপ দাগেন বিরোধীরা। মহারাষ্ট্রে শিবসেনা (শিন্দে দল), বিজেপি ও জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) সমন্বয়ে গঠিত জোট সরকার ক্ষমতায় রয়েছে।

আরো পড়ুন : পুলিশের বাইক থেকে মদ চুরি বানরের! অতঃপর যা ঘটলো

এমন পরিস্থিতিতে ওই হাসপাতালে যান ক্ষমতাসীন শিবসেনার (শিন্দে দল) এমপি হেমন্ত পাটিল। হাসপাতালের অবস্থা পর্যবেক্ষণের একপর্যায়ে নোংরা টয়লেট দেখতে পেয়ে ডিন শ্যামরাও ওয়াকোডেকে দিয়ে তা পরিষ্কার করান।

এ ঘটনার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, ডিন শ্যামরাও ব্রাশ দিয়ে টয়লেট পরিষ্কার করছেন। আর এমপি হেমন্ত দাঁড়িয়ে থেকে পাইপ থেকে টয়লেটে ছিটাচ্ছেন।

হাসপাতাল ও চিকিৎসা ব্যবস্থা নিয়ে বিরোধীরা যেসব এনেছেন সেসব প্রত্যাখ্যান করে এমপি হেমন্ত বলেছেন, হাসপাতালে ওষুধ বা ডাক্তারের কোনো অভাব নেই। রোগীদের যথাযথ সেবা দেওয়া হয়েছিল। তবে কোনো চিকিত্সায় তাদের কাজে আসেনি।

এসকে/ 

ভারত চিকিৎসা এমপি হাসপাতাল টয়লেট পরিষ্কার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন