সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

হোয়াটসঅ্যাপে এখন থেকে এআই দিয়ে স্টিকার বানাতে পারবেন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৯ অপরাহ্ন, ২৪শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

এখন থেকে হোয়াটসঅ্যাপের নির্দিষ্ট স্টিকারের বাইরে নিজের পছন্দমতো স্টিকার তৈরি করে ব্যবহার করতে পারবেন। তাও আবার এআই দিয়ে তৈরি হবে। মেটার অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ।

প্রতিনিয়ত নিজেকে বদলে ফেলছে প্ল্যাটফর্মটি। যুক্ত হচ্ছে নতুন নতুন ফিচার। এবার আরও বড় চমক দিল তারা। নিজের ইচ্ছে মতো এআই স্টিকার বানাতে পারবেন ব্যবহারকারীরা। আপাতত বিটা ভার্সনে পরীক্ষামূলকভাবে ফিচারটি চালু হয়েছে। শিগগির অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীরা এই ফিচারটি ব্যবহার করতে পারবেন।

আসুন জেনে নেই কীভাবে তৈরি করা যাবে এআই স্টিকার:

 হোয়াটসঅ্যাপ থেকে যে কোনো চ্যাট বক্সে ঢুকে পড়ুন।

এবার স্টিকার উইনডো থেকে পছন্দমতো স্মাইলি আইকনটি বেছে নিন।

এআই স্টিকার ফিচারটি চালু হয়ে গেলেই ‘জেনারেট ইওর ওন এআই স্টিকার’ অপশনে ট্যাবে ক্লিক করুন।

এবার ক্রিয়েট অপশনটি বেছে নিয়ে যেমন স্টিকার বানাতে চান, তা লিখে ফেলুন।

আপনার বর্ণনা অনুযায়ী আপনাকে অপশন দেওয়া হবে, তার থেকেই এআই স্টিকারটি তৈরি করে ফেলতে পারবেন।

আর.এইচ

হোয়াটসঅ্যাপ

খবরটি শেয়ার করুন