শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

হোয়াটসঅ্যাপে যোগ হচ্ছে ইমেইল ভেরিফিকেশন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

মেটা মালিকানাধীন তাৎক্ষণিক বার্তা বিনিময়ের অ্যাপ হোয়াটসঅ্যাপে শিগগিরই ইমেইল ভেরিফিকেশন সুবিধা যুক্ত হতে যাচ্ছে। প্রতিনিয়ত নিজেকে আপডেট করে জনপ্রিয়তা ধরে রেখেছে হোয়াটসঅ্যাপ। প্রতিষ্ঠানটি নতুন এ সুবিধা নিয়ে কাজ করছে বলে জানা গেছে।

হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউ এ বেটা ইনফোর তথ্য অনুসারে, ইমেইল ব্যবহার করে অ্যাকাউন্টকে সুরক্ষিত কাজ করছে হোয়াটসঅ্যাপ। এর ফলে ই–মেইল ঠিকানা দিয়ে পরিচয় যাচাই করে হোয়াটসঅ্যাপে ঢোকা যাবে। এখন সুবিধাটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। অ্যান্ড্রয়েড বেটা সংস্করণের ব্যবহারকারীরা সুবিধাটি পরখ করার সুযোগ পাচ্ছেন। নতুন এ সুবিধা চালুর ফলে বিকল্প একটি উপায় হিসেবে ইমেইল দিয়েও হোয়াটসঅ্যাপে প্রবেশ করা যাবে। তবে গোপনীয়তার অংশ হিসেবে হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীর ইমেইল ঠিকানা প্রদর্শিত হবে না। সুবিধাটি নিয়ে তেমন বিস্তারিত তথ্য জানা না গেলেও খুব শিগগির ব্যবহারকারীরা এটি ব্যবহার করার সুযোগ পাবেন।

বলা হচ্ছে, পরীক্ষামূলক পর্যায়ে থাকা নতুন সুবিধাটি হোয়াটসঅ্যাপের পরবর্তী হালনাগাদে সবার জন্য উন্মুক্ত হবে। সুবিধাটি অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় অপারেটিং সিস্টেমের জন্যই চালু হতে পারে। এ ছাড়া ব্যবহারকারী আগ্রহী না হলে হোয়াটসঅ্যাপে ইমেইল ঠিকানা যুক্ত না করার সুযোগ পাবেন।

আর.এইচ 

হোয়াটসঅ্যাপ

খবরটি শেয়ার করুন