সোমবার, ২০শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তান দেখাল কীভাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ‘ডিল’ করতে হয় *** দেশে লাগাতার অগ্নিকাণ্ডে স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে সরকারের কোর কমিটি *** নাহিদের মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বলল জামায়াত *** প্রথম আলোর আলোচনায় জুলাই সনদ *** আলোচনা-সমালোচনায় কবি-সাংবাদিক আলতাফ, সহকর্মীরা প্রতিবাদমুখর, সরব নারীনেত্রীরা *** জামায়াত সম্পর্কে কী এনসিপির নতুন উপলব্ধি *** খালেদা জিয়ার সংসদ নির্বাচনের প্রচারে অংশ নেওয়ার বিষয়ে যা জানাল বিএনপি *** একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক *** জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি *** আন্দোলনের জবাবে ট্রাম্প বললেন, ‘আমি রাজা নই’

১১ আগস্ট ঢাকায় গণমিছিলের নতুন কর্মসূচি দিল বিএনপি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৬ অপরাহ্ন, ৯ই আগস্ট ২০২৩

#

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার (৯ আগস্ট) দুপুর ১২টার দিকে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় । ছবি: সংগৃহীত

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামী শুক্রবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে জুমার নামাজের পর গণমিছিল করার ঘোষণা দিয়েছে বিএনপি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।

বুধবার (৯ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর ১২টার দিকে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

গত ২৯ জুলাই ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচির পর এখন আবার বিএনপি আগামী শুক্রবার গণমিছিলের নতুন কর্মসূচি দিল।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম বলেন, বিএনপির সঙ্গে আন্দোলনে থাকা দল ও জোটগুলোও এক দফার আন্দোলনের নতুন কর্মসূচি শুক্রবার ঢাকায় গণমিছিল করবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপি শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে। সহিংসতা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে বাধা দেওয়ার চেষ্টা করছে।

মির্জা ফখরুল আরও বলেন, গত ২৮ জুলাই সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে নয়াপল্টনে বিএনপি বৃহত্তম মহাসমাবেশ করেছে। এরপর ২৯ জুলাই নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ নেতা-কর্মীদের আহত করেছে। সরকার বিএনপি নেতা-কর্মীদের ওপর দমন-পীড়ন চালালেও এ আন্দোলন জনগণের আন্দোলনে পরিণত হয়েছে।

দেশে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ২০১৪ সালে ১৫৪ সংসদ সদস্যকে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত করে এবং ২০১৮ সালে রাতের ভোটের মাধ্যমে আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছে। নির্বাচনী ব্যবস্থার ওপর সাধারণ মানুষের অনীহা এসেছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ বিপন্ন হবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

অন্যান্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আব্দুস সালাম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এম.এস.এইচ/

বিএনপি মির্জা ফখরুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250