বুধবার, ১৪ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১লা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের *** শেষ চার মাস মন্ত্রণালয়ে আমাকে কাজ করতে দেওয়া হয়নি: মাহফুজ আলম *** হাদি-মুছাব্বির-সাম্য হত্যার বিচার হতে হবে এ মাটিতে, ইনশাআল্লাহ: মির্জা ফখরুল *** বাহরানে প্রবাসীর বাসায় অনেক পোস্টাল ব্যালট, ব্যবস্থা চায় বিএনপি *** অভ্যুত্থানের পর দেশে আট মাস যেভাবে পালিয়ে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী *** পাকিস্তানের ‘দরদ’ দেখানোর প্রয়োজন নেই, বিশ্বকাপ ক্রিকেট প্রসঙ্গে হামিন *** চট্টগ্রাম বন্দরে চাকরি পেলেন ৯ জুলাই যোদ্ধা *** যে ইস্যুতে সেনাপ্রধানের হস্তক্ষেপ চায় বিএনপি *** ‘সাংবাদিকদের স্নাতক হওয়ার বাধ্যবাধকতায় সাংবিধানিক অধিকার খর্ব হবে’ *** বাম ও মধ্যপন্থী মতাদর্শের তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আসছে

২০২৩ হতে চলেছে বিশ্বের ইতিহাসে সবচেয়ে উষ্ণতম বছর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১০ পূর্বাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

এ বছরটি বিশ্বের ইতিহাসে সবচেয়ে উষ্ণতম বছর হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেতে যাচ্ছে। বিজ্ঞানীরা এটাও বলছে,চলতি বছরে পৃথিবীর তাপমাত্রা কল্পনারও বাইরে ছিল। 

ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছরে বৈশ্বিক তাপমাত্রা প্রাক-শিল্প স্তরের তুলনায় ১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসের চেয়েও বেশি উষ্ণ হবে।

গত জুনের পর থেকে নভেম্বর পর্যন্ত প্রতি মাসের তাপমাত্রা আগের মাসের তাপমাত্রার রেকর্ডকে অতিক্রম করেছে। গত নভেম্বরেরর তাপমাত্রা প্রাক–শিল্প যুগের তুলনায় ১ দশমিক ৭৫ ডিগ্রি বেশি উষ্ণ ছিল। এভাবে তাপমাত্রা বাড়তে থাকলে, আগমী বছরে পৃথিবীর তাপমাত্রা কোথায় গিয়ে ঠেকবে, তা নিয়ে বিজ্ঞানী উদ্বেগ প্রকাশ করেছেন।

ইউনিয়ন অফ কনসার্নড সায়েন্টিস্টের জলবায়ু বিজ্ঞানের পরিচালক ব্রেন্ডা একউরজেল বলেন, ধনী দেশগুলো সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে। পৃথিবীর তাপমাত্রা রেকর্ড পর্যায়ে পৌঁছানোর পেছনে তারাই দায়ী। জীবাস্ম জ্বালানি কামনোর ব্যাপারে অবশ্যই তাদেরকে দায়িত্ব নিতে হবে।

আরো পড়ুন: হেমন্তের অঙ্গনে দাঁড়িয়ে দুরন্ত শীতকে অভ্যর্থনা জানায় ছাতিম

২০২৩ সাল বিশ্বের ইতিহাসে সবচেয়ে উষ্ণতম বছর হওয়ার পেছনে এল নিনোর প্রভাব ও মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন ভূমিকা রেখেছে বলে মনে করেন বিজ্ঞানীরা।

কোপার্নিকাসের বিজ্ঞানীরা বলছেন, আগামী বছরগুলোতে পৃথিবীর তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়ামের সীমারেখা অতিক্রম করবে বলে মনে হচ্ছে।

বিগত কয়েক মাসের তাপমাত্রার পরিসংখ্যান দেখে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন যে, ২০২৩ সাল হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে উষ্ণতম বছর। এর আগে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন কপ–২৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও একই ধরনের মন্তব্য করেছেন। তিনি বলেন, মানবতার ইতিহাসে ২০২৩ সালই হতে যাচ্ছে এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে উষ্ণতম বছর। 

এসি/ আই.কে.জে/


উষ্ণতম বছর 2023

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250