শনিবার, ১৭ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পরিস্থিতি অত্যন্ত সংকটময়, যে করেই হোক ১২ই ফেব্রুয়ারি নির্বাচনটা যেন হয়’ *** খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদের কুশীলব জ ই মামুন, বোরহান কবীর? *** ‘সাংবাদিক হিসেবে আমার মন জয় করে নিয়েছেন খালেদা জিয়া’ *** ‘বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে’ *** খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: এফ এম সিদ্দিকী *** ‘আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ থেকেই যাবে’ *** ‘বিএনপির নেতৃত্বে জোটের টেকসই হওয়ার সম্ভাবনা বেশি’ *** শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল *** ১১ দলীয় জোটে আদর্শের কোনো মিল নেই: মাসুদ কামাল *** খালেদা জিয়া সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন: নূরুল কবীর

২০৫০ সালে কেমন হবে বিশ্বের জনসংখ্যার চিত্র, বাংলাদেশ থাকবে কোথায়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২০ অপরাহ্ন, ১১ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

সম্প্রতি জাতিসংঘ একটি প্রাক্কলন করেছে, যাতে দেখানো হয়েছে ২০৫০ সালে কেমন হবে বিশ্বের জনসংখ্যার চিত্র। সেখানে বাংলাদেশের অবস্থানই বা কেমন হবে তাও তুলে ধর হয়েছে। বিষয়টি নিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে।

বিগত ১২ মাসে জনসংখ্যার বিচারে বিশ্ব দুটি মাইলফলক ছুঁয়েছে। প্রথমটি, ২০২২ সালের নভেম্বরে। সে সময় বিশ্বের জনসংখ্যা আনুষ্ঠানিকভাবে ৮০০ কোটিতে পৌঁছে। পরেরটা চলতি বছরের এপ্রিলে। সে মাসে ভারত চীনকে পেছনে ফেলে বিশ্বের জনবহুল দেশে পরিণত হয়।

জাতিসংঘের প্রাক্কলন অনুসারে, ২০৫০ সালের মধ্যে ভারত, চীন এবং নাইজেরিয়া হবে বিশ্বের শীর্ষ তিন জনবহুল দেশ। বর্তমানে ১৪৩ কোটি এবং ১৪২ কোটির বেশি জনসংখ্যা নিয়ে ভারত এবং চীন যথাক্রমে প্রথম ও দ্বিতীয় অবস্থানে থাকলেও নাইজেরিয়ার অবস্থান ষষ্ঠ। আগামী ২৭ বছরে দেশটি জনসংখ্যা পৌঁছবে ৩৭ কোটি ৭০ লাখে এবং দেশটি তৃতীয় অবস্থানে উঠে আসবে। যা বর্তমানে যুক্তরাষ্ট্রের দখলে।

এছাড়া, ২০৫০ সালে যুক্তরাষ্ট্রের অবস্থান নেমে আসবে চতুর্থতে। সে সময় দেশটির মোট জনসংখ্যা হবে সাড়ে ৩৭ কোটির বেশি। ৩৬ কোটি ৭০ লাখের বেশি জনসংখ্যা নিয়ে পঞ্চম অবস্থানে থাকবে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান। ষষ্ঠ অবস্থানে থাকবে এশিয়ারই আরেক দেশ ইন্দোনেশিয়া। ২০৫০ সালে দেশটির জনসংখ্যা হবে ৩১ কোটি ৭০ লাখ।

তালিকার সপ্তম দেশ হবে ব্রাজিল। ২০৫০ সালে দেশটির জনসংখ্যা হবে ২৩ কোটি। ২১ কোটি ৭০ লাখ জনসংখ্যা নিয়ে অষ্টম অবস্থানে থাকবে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো। তালিকায় নবম অবস্থানে থাকবে ইথিওপিয়া। দেশটির জনসংখ্যা হবে ২১ কোটি ৪০ লাখ।

আরো পড়ুন:রুপিতে বাণিজ্যের যুগে প্রবেশ করলো বাংলাদেশ

২০৫০ সালে জনসংখ্যার দিক থেকে শীর্ষ ১০ এর শেষ দেশ তথা দশম দেশটি হলো বাংলাদেশ। ২৭ বছর পর বাংলাদেশের মোট জনসংখ্যা পেরিয়ে যাবে ২০ কোটির ঘর। জাতিসংঘের প্রাক্কলন অনুসারে সে বছর বাংলাদেশের জনসংখ্যা হবে ২০ কোটি ৩০ লাখ।

মজার ব্যাপার হলো, ২০৫০ সালে বিশ্বের মোট জনসংখ্যা প্রায় ১ হাজার কোটির কাছাকাছি পৌঁছাবে। সেবছর বিশ্বের মোট জনসংখ্যা ৯৭০ কোটি।

এম/


বিশ্ব জনসংখ্যা বাংলাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250