শনিবার, ১৮ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ *** হিজাব নিষিদ্ধে পর্তুগালের পার্লামেন্টে বিল পাস *** ‘জুলাই যোদ্ধা’ নামে ফ্যাসিস্ট বাহিনী বিশৃঙ্খলা করেছে: সালাহউদ্দিন *** শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন, ফ্লাইট চলাচল স্বাভাবিক *** ৯ নম্বর, সহজেই সমাধান করা যাবে: পাকিস্তান-আফগান যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প

২৯ বলে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৬ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৩

#

দক্ষিণ অস্ট্রেলিয়ার ২১ বছর বয়সী জ্যাক ফ্রেজার ম্যাকগুর্ক

জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৫ সালে এবি ডি ভিলিয়ার্সের ৩১ বলে করা সেঞ্চুরিটিই এতদিন ছিল ওয়ানডে ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরি। যা লিস্ট 'এ' ক্রিকেটেরও রেকর্ড ছিল। তবে আজ সে রেকর্ড ভেঙে দিয়ে নতুন করে বিশ্বরেকর্ড গড়লেন দক্ষিণ অস্ট্রেলিয়ার ২১ বছর বয়সী জ্যাক ফ্রেজার ম্যাকগুর্ক। 

রোববার (৮ অক্টোবর) অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্টে তাসমানিয়ার বিপক্ষে ৩৮ বলে ১২৫ রানের খুনে ইনিংস খেলেন ম্যাকগার্ক। এই ৩৮ বলের মধ্যে ২৩টিতেই বাউন্ডারি মারেন তিনি। যেখানে ছক্কা ১৩টি, চার ১০টি। সেঞ্চুরি করেছেন মাত্র ২৯ বলে। যা 'লিস্ট এ' ক্রিকেটে সবচেয়ে দ্রুত সেঞ্চুরি। অবিশ্বাস্য হলেও সত্যি যে ম্যাকগুর্ক আউট হয়েছেন ইনিংসের ১২তম ওভারে।

আরো পড়ুন: ইনিংসে তিন সেঞ্চুরি, ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহ দক্ষিণ আফ্রিকার

এর আগে ১৩ ইনিংস খেলে মাত্র একবার পঞ্চাশোর্ধ্ব রান পেয়েছিলেন তিনি। সেটাও এসেছিল চার বছর আগে ২০১৯ সালে তার অভিষেক ম্যাচে। তার অভিষেক হয়েছিল ভিক্টোরিয়ার হয়ে। ম্যাকগার্কের এমন ব্যাটিংয়ের পরও অবশ্য জিততে পারেনি সাউথ অস্ট্রেলিয়া। ৪৬.৪ ওভারে ৩৯৮ রানে গুটিয়ে যায় তারা।

এসকে/  

অস্ট্রেলিয়া বিশ্বরেকর্ড জ্যাক ফ্রেজার ম্যাকগুর্ক ২৯ বলে সেঞ্চুরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250