শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

পঞ্চগড়ে চারদিন দেখা নেই সূর্যের, তাপমাত্রা ১২.২ ডিগ্রি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৭ অপরাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

একদিকে পৌষের হাড় কাঁপানো শীত। আরেকদিকে ক্ষুধা। তীব্র শীতে দুই যন্ত্রণা পোহাচ্ছে উত্তরের জেলা পঞ্চগড়ের নিম্ন আয়ের মানুষ। টানা চারদিন ধরে এখানে সূর্যের দেখা নেই।

বৃহস্পতিবার (১১ই জানুয়ারি) সকাল ৯টায় এখানকার তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর তিন ঘণ্টা আগে ভোর ৬টায় একই তাপমাত্রা রেকর্ড হয়েছে। সকালে তাপমাত্রার রেকর্ডের তথ্যটি জানান জেলার আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী, বুধবার (১০ই জানুয়ারি) ১২ ডিগ্রি, মঙ্গলবার (৯ই জানুয়ারি) ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। 

জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, চতুর্থ দিনের মতো ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা ঠাকুরগাও। বৃহস্পতিবার সকালে ঘন কুয়াশা দেখা না গেলেও মেঘাচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে। এতে করে হিমশীতলের ঠান্ডায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের পেশাজীবিরা। পাথর-চা শ্রমিক, দিনমজুর, থেকে নানান শ্রমজীবী মানুষ। কমে গেছে তাদের দৈনন্দিন রোজগার। পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিনযাপন করছেন তারা। প্রয়োজন ছাড়াও অনেকে ঘর থেকে বের না হলেও জীবিকার তাগিদে শীত উপেক্ষা করেই শীত উপেক্ষা করেই কাজে বেরিয়েছেন নিম্ন আয়ের পেশাজীবিরা। বিপাকে পড়েছেন চাষিরাও। 

এদিকে গত তিনদিন ধরে ভোর থেকে বিকেল পর্যন্ত দেখা যায়নি সূর্যের মুখ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা নিম্নমুখী হওয়া ও সন্ধ্যার পর আবার ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ায় কোলাহলহীন হয়ে পড়ে শহর ও গ্রামেরও হাটবাজারগুলো। বাজারগুলোতে বিভিন্ন জায়গায় কাগজ, টায়ারে আগুন ধরিয়ে শীত নিবারণ করতে দেখা যায়।

কর্মকর্তা রাসেল শাহ জানান, গত চারদিন ধরে কুয়াশার চাদরে ঢাকা পড়েছে সূর্য। কুয়াশার কারণে ঠান্ডা অনুভব হচ্ছে। বৃহস্পতিবার (১১ই জানুয়ারি) সকাল ৯টায় ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। গতকাল বুধবার তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১২ ডিগ্রি সেলসিয়াস।

বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ ডিগ্রি সেলসিয়াস। উত্তর-পূর্ব বা উত্তর-পশ্চিম দিক থেকে যে বায়ু প্রবাহিত হয়, সেটি শীতকালের। বাতাসের গতি বেগ বেশি হলে শীতের তীব্রতা বৃদ্ধি পায়। সে অনুপাতে এ অঞ্চলে এখন শীতের তীব্রতা বেশি হচ্ছে।

এইচআ/ আই. কে. জে/ 

তাপমাত্রা আবহাওয়া অধিদপ্তর পঞ্চগড়

খবরটি শেয়ার করুন