ফাইল ছবি (সংগৃহীত)
আগামী ৪৮ ঘণ্টা বা দু’দিনের মধ্যে সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এই সময়ে রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার (২৬শে নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
সংস্থাটি বলছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যা পরবর্তীতে আরো ঘনীভূত হতে পারে।
আরো পড়ুন: বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
ফলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস।
এসকে/
খবরটি শেয়ার করুন