শনিবার, ১৮ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: সরকারের বিবৃতি *** তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারে ৮০ ভাগ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া *** ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল: সিইসি *** ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি *** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ

৬ ঘণ্টা পর নাটোর-রাজশাহী রুটে বাস চলাচল শুরু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৩ অপরাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঢাকাসহ সারাদেশের সঙ্গে বাস চলাচল স্থগিত করে ধর্মঘট শুরু করেছে রাজশাহীর বাস মালিক ও শ্রমিকরা। নাটোরের পরিবহন শ্রমিকদের সঙ্গে বিরোধের জেরে রোববার (১৫ অক্টোবর) সকাল থেকে এ ধর্মঘট শুরু করেন তারা। পরে নাটোর-রাজশাহী মহাসড়কে অভ্যন্তরীণ রুটে ৬ ঘণ্টা পর বাস চলাচল শুরু হয়েছে। 

বাস চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। 

তিনি গণমাধ্যমকে জানান, দুই জেলার মালিকানাধীন দুটি গাড়ির স্টাফদের দ্বন্দ্বের জেরে আজ ভোর ৬টা থেকে এ রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। রাজশাহীর শ্রমিক ইউনিয়নের লোকজন নাটোরের বেশ কয়েকটি গাড়ি আটকে দেয়। পরে আমরাও তাদের ৪-৫টি গাড়ি আটকে দেই। এরপর নাটোরের পুলিশ কর্মকর্তারা এসে পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দিলে বেলা ১২ টার দিকে বাস চলাচল শুরু হয়। 

তিনি বলেন, আজকে সন্ধ্যায় রাজশাহী বাস মালিক সমিতি ও পরিবহণ শ্রমিক ইউনিয়নের সঙ্গে বসার কথা ছিল। কিন্তু উত্তরবঙ্গের বাস মালিক নেতাদের নির্দেশনায় আগামী মঙ্গলবার রাজশাহীতে তাদের মালিক সমিতির অফিসে এই সমস্যা সমাধানে আলোচনার তারিখ নির্ধারণ করা হয়েছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, নাটোর-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধের খবর পেয়ে নাটোরের বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনা করি। তাদের মাধ্যমে রাজশাহীর বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে কথা বলেছি। তারপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুই জেলার বাস চলাচল পরিস্থিতি স্বাভাবিক হয়। 

আরো পড়ুন: রাজশাহীর সঙ্গে সারাদেশের বাস চলাচল স্থগিত

উল্লেখ্য, বেশ কিছুদিন আগে নাটোর জেলার মালিকানাধীন রাজকীয় নামের একটি বাসের ধাক্কায় রাজশাহীর জেলার মালিকানাধীন দীপ পরিবহনের একটি বাসের রং চটে যায়। পরে রাজকীয় পরিবহনকে সেদিন ৪০০ টাকা জরিমানা করা হলে সেই টাকা পরিশোধে বিলম্ব করে তারা। এ ঘটনায় গত তিনদিন আগে রাজশাহীতে রাজকীয় পরিবহনের স্টাফদেরকে মারধর করে দীপ পরিবহনের স্টাফরা। এরই জেরে গতকাল রাতে নাটোরে দীপ পরিবহনের স্টাফদের মারধর করে রাজকীয় পরিবহনের স্টাফরা। 

এই ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তার আশঙ্কায় এই রুটে রোববার ভোর থেকে দুই জেলার মালিকানাধীন বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিকরা। 

এসকে/ 


পুলিশ রাজশাহী নাটোর বাস চলাচল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250