শুক্রবার, ৩রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরলেন দুর্গতিনাশিনী *** শহিদুল আলমের জাহাজ এখনো আটক হয়নি, দিলেন ভিডিওবার্তা *** পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু *** এনসিপিকে শাপলা দিলে মামলা করব না, তবে ইসি দিতে পারে না: মান্না *** শুধু থালাবাটি নয়, এনসিপির জন্য আছে লাউ-বেগুন-কলাসহ ৫০ প্রতীক *** ঝড় উপেক্ষা করে গাজার পথে ফ্লোটিলা, শহিদুল আলমের ভিডিও বার্তা *** ইসরায়েলি সব কূটনীতিককে কলম্বিয়া থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ প্রেসিডেন্ট পেত্রোর *** এআই ‘অভিনেত্রী’-কে ঘিরে যে কারণে তীব্র সমালোচনা, ক্ষুব্ধ হলিউড তারকারা *** ফ্লোটিলা থেকে আটক ২২৩ জনকে ইউরোপে পাঠাবে ইসরায়েল, জাহাজগুলোর ভাগ্য অনিশ্চিত *** নিঃসঙ্গতা কাটাতে ৭৫ বছর বয়সে বিয়ে, অতঃপর...

‘ইসি দায়িত্ব সঠিকভাবে পালন করেছে, নির্বাচন সুষ্ঠু হয়েছে’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ৯ই জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি

সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়নি বলে দেশি-বিদেশি যারাই কথা বলছেন তা নিয়ে মন্তব্য করতে রাজি নন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তবে নির্বাচনে কমিশন তার দায়িত্ব সঠিকভাবে পালন করেছে বলে মনে করেন সাবেক এই ইসি সচিব।

মঙ্গলবার (৯ই জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

রোববার (৭ই জানুয়োরি) দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন অনেকটা শান্তিপূর্ণ হলেও ভোটার উপস্থিতি ছিল কম। অবশ্য নির্বাচন শেষে ভোটার উপস্থিতির যে হার ইসি থেকে বলা হয়েছে তা নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করছেন।

নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে বিদেশিদের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে কমিশনার মো. আলমগীর বলেন, আমাদের দৃষ্টিতে কী হয়েছে, না হয়েছে সেটা বলবো না। তবে আমরা মনে করি আমরা দায়িত্ব সঠিকভাবে পালন করেছি। যা করার সেভাবেই করেছি। বিধিসম্মত যা তাই করেছি। আইনমতো করেছি।

আরও পড়ুন: ‘অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে ৭ মিলিয়ন ডলার খরচ করা হয়েছে’

নির্বাচন নিয়ে ইসি সন্তুষ্ট কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন নিয়ে সন্তুষ্ট-অসন্তোষ কোনোটাই বলবো না। আমরা আমাদের নিয়মমতো যা যা করা দরকার তাই করেছি। যেটা অনিয়ম সেটা আমরা গ্রহণ করিনি। যেটা নিয়মের মধ্যে সেভাবেই ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়েছে। নির্বাচন সুষ্ঠু হয়েছে।

এসকে/ 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন কমিশন (ইসি)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250