রুপোলি পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান
চার বছরের অপেক্ষা শেষে রুপোলি পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। এবারও গোয়েন্দা চরিত্রে অভিনয় করবেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্নু মেনন পরিচালিত ‘নিয়ত’ এর ফার্স্ট লুক ভাইরাল হয়েছে । আর তাতেই নতুন রুপে নেট দুনিয়ায় ঝড় তুলেছেন সত্যসন্ধানী বিদ্যা।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, নিয়তের ফার্স্ট লুক আগাথা ক্রিস্টি রচিত মার্ডার মিস্ট্রির কথাই মনে করিয়ে দিচ্ছে। গোয়েন্দারূপী বিদ্যা এবং তার আতস কাচের নীচে থাকা অপরাধীদের সাজপোশাক থেকে রুমের পরিবেশ সব কিছুতেই যে আগাথা ক্রিস্টির ছোঁয়া রয়েছে তা অস্বীকার উপায় নেই!
সেখানে খুব সাধারণ লুকেই দেখা গেছে নায়িকাকে। সবুজ শার্ট, মেরুন রঙা সোয়েটার আর বাদামি রঙের ওভারকোটে দেখা মিলল বিদ্যার। কপালের কাছে চুল ছোট করে ছাঁটা, একটি আয়নার ঘা ঘেঁষে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী। সেই আয়নায় ধরা পড়ছে সম্ভাব্য অপরাধীর প্রতিফলন। বিদ্যার পেছনে রয়েছে বইয়ের তাক। যাতে সারি সারি বই সাজানো।
এর আগে ‘ববি জাসুস’ (২০১৪)- সিনেমায় গোয়েন্দা চরিত্রে আমরা দেখেছি বিদ্যাকে। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল এই সিনেমা। এর বাইরেও পর্দায় একাধিকবার সত্য অনুসন্ধান করতে দেখা গিয়েছে বিদ্যাকে। কখনও সুজয় ঘোষের ‘কাহানি’ আবার কখনও রিভু দাশগুপ্তের ‘তিন’ সিনেমা।
আরো পড়ুন: আনকাট ছাড়পত্র পেল মাহফুজ-বুবলীর 'প্রহেলিকা'
এই সিনেমা বিদ্যার পাশাপাশি দেখা মিলবে রাম কাপুর, রাহুল বোস, নীরজ কবি, অমৃতা পুরী, শাহানা গোস্বামী, নিক্কি ওয়ালিয়া, দীপান্বিতা শর্মা, প্রজক্তা কোলি, দানেশ রাজভির মতো অভিনেতাদের। অনু মেননের সঙ্গেই নিয়তের চিত্রনাট্য লিখেছেন প্রিয়া ভেঙ্কটরামন, অদ্বৈতা কালা এবং গির্বাণী ধ্যানী। কোটিপতির বাড়ির পার্টিতে হবে খুন, সেই রহস্যের কিনারায় বিদ্যা বালান।
এম/