রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: সরকারের বিবৃতি *** তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারে ৮০ ভাগ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া *** ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল: সিইসি *** ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি *** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ

মায়ের মানত পূরণে ৭ বিয়ে, গড়েছেন সুখের সংসার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১৬ অপরাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

মায়ের মানত পূরণে ৭ বিয়ে করে সুখের সংসার গড়ে তুলেছেন কুষ্টিয়া সদর উপজেলার রবিজুল ইসলাম (৩৯)। প্রবাসী অবস্থায় ১৯৯৯ সালে লিবিয়াতে থাকতে প্রথম বিয়ে করেন তিনি। এরপর একে একে আরো ছয় নারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। এক ছাদের নিচে থাকলেও স্ত্রীদের মধ্যে ঝগড়া-বিবাদ নেই বলেও জানিয়েছেন তিনি।

স্থানীয়রা বলেন, রবিজুল ইসলাম সাতটি বিয়ে করেছেন। সাত বউ নিয়ে একই বাড়িতে বসবাস করেন। সাত বউ মিলেমিশে সংসার করে। এলাকার মানুষ তাদের সংসার দেখতে আসে। খুব ভালো আছে তারা।

রবিজুলের স্ত্রীরা বলেন, তারা সাত বোনের মতো মিলেমিশে সংসারের কাজ করেন। হিংসা নেই, সবার সঙ্গেই সবার ভালো সম্পর্ক। রবিজুলকে তারা জেনে-শুনেই বিয়ে করেছেন। এভাবেই তারা সংসার চালিয়ে যেতে চান।

জানা গেছে, রবিজুল ইসলাম সবগুলো বিয়েই করেছেন পারিবারিকভাবে। তিনি ১৯৯৯ সালে প্রথম রুবিনাকে বিয়ে করেন। রুবিনা তার বড় বউ, দুই ছেলের মা তিনি। এরপর ২০১৪ সালে হেলেনাকে বিয়ে করেন, এক ছেলে ও এক মেয়ের মা তিনি। ২০২০ সালে নুরুন নাহারকে বিয়ে করেন। এক মেয়ের মা তিনি। ২০২২ সালে বিয়ে করেন স্বপ্নাকে, তাকে বিয়ের চার মাস আগে বানুকে, আড়াই মাস আগে রিতাকে এবং দুই মাস আগে মিতাকে বিয়ে করেন রবিজুল।

আরো পড়ুন: ৪ স্ত্রী নিয়ে একই বাড়িতে সুখের সংসার জুয়েলের

প্রায় ১৫ বছর লিবিয়াতে ছিলেন রবিজুল ইসলাম। এরপর দুই বছর আগে দেশে আসেন তিনি। সে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি গ্রামের মিয়াপাড়ার আয়নাল মন্ডলের ছেলে। আর তার স্ত্রীরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার হালসা গ্রামের রুবিনা খাতুন (৩৫), একই উপজেলার গোস্বামী দুর্গাপুর এলাকার মিতা আক্তার (২৫), কিশোরগঞ্জের হেলেনা খাতুন (৩০), রাজশাহীর চাপাই এলাকার নুরুন নাহার (২৫), চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শ্রীরামপুর এলাকার স্বপ্না (৩০), একই উপজেলার ডম্বলপুর এলাকার বানু আক্তার (৩৫) ও কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ এলাকার রিতা আক্তার (২০)।

এ বিষয়ে রবিজুল ইসলাম বলেন, ‌আমি মা-বাবার একমাত্র ছেলে। আমার একটা সমস্যা ছিল। সেজন্য আমার মা মানত করেছিলেন যে, ছেলে বেঁচে থাকলে তাকে সাতটি বিয়ে দিবেন। মায়ের সেই মানত পূরণ করতে আমি সাতটি বিয়ে করেছি। এতে আমি, আমার পরিবার, আত্মীয়-স্বজন ও স্থানীয়রা সবাই খুশি।

তিনি বলেন, সাতটি বউ-ই খুব ভালো। স্ত্রীদের পরস্পরের মধ্যে ঝগড়া-বিবাদ হয় না। সাত স্ত্রী ও ৫ সন্তান নিয়ে সুখের সংসার আমার। তারা সারাদিন একসঙ্গে কাজ করেন। সপ্তাহের সাত রাতে সাত বউয়ের কাছে থাকি। এতে কোনো সমস্যা হয় না।

তিনি আরো বলেন, আমি ১৫ বছর লিবিয়াতে ছিলাম। গত দুই বছর আগে দেশে এসেছি। বর্তমানে আমার একটি ড্রাইভিং শেখার সেন্টার আছে। এছাড়া কয়েকটি মাইক্রোবাস রয়েছে। আমি এখন ড্রাইভিং শেখাই।

এসকে/ 

৭ বিয়ে মায়ের মানত সুখের সংসার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250