বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাষ্ট্রপতি নির্বাচন হবে উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে *** ১৮৫ বছরের পুরোনো বুনো মহিষের শিং পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর *** প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত *** শিক্ষকের বিকল্প হবে চ্যাটজিপিটি *** শক্তি ও মালিকানা যার হাতে, তাকেই ক্ষমতা ফিরিয়ে দিতে হবে: মির্জা ফখরুল *** পিআর পদ্ধতিতে হবে ১০০ সংসদীয় আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত *** কিছু দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা: আইন উপদেষ্টা *** গোপালগঞ্জে কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি: সেনাসদর *** বিপুল বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্পের শুল্ক ১৫ শতাংশে নামাল দ. কোরিয়া *** মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরেই নির্বাচন

কমেছে দেশি ও ভারতীয় পেঁয়াজের দাম

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৩২ অপরাহ্ন, ১৪ই ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণার পর রাতারাতি দেশের বাজারে একলাফে পেঁয়াজের দাম প্রায় ডাবল হয়ে যায়। সংকট না থাকলেও অস্থির হয়ে ওঠে পেঁয়াজের বাজার। তবে বাজারে আসতে শুরু করেছে দেশীয় মুুড়িকাটা  নতুন পেঁয়াজ। দাম তুলনামূলক কিছুটা কম হওয়ায় ক্রেতারা ঝুঁকছেন নতুন পেঁয়াজের দিকেই। ফলে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছেন দেশি পুরাতন ও ভারতীয় পেঁয়াজ মজুতকারীরা। কেজিতে দেশি ও ভারতীয় পেঁয়াজ ৬০ থেকে ৮০ পর্যন্ত টাকা কমেছে। 

আর বেশি দামে কিনে রাখায় বাধ্য হয়ে লোকসানে বিক্রি করতে হচ্ছে দেশি ও ভারতীয় পেঁয়াজ। এমনকি পঁচতেও শুরু করেছে অনেকের পেঁয়াজ।

বৃহস্পতিবার (১৪ই ডিসেম্বর) রাজধানীর ভাটারা, বাড্ডা-রামপুরা এলাকায় বাজার ঘুরে দেখা গেছে, বাজারে দেশি মুড়িকাটা  পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা থেকে ১০০ টাকা কেজিতে। এছাড়া ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৬০ টাকা কেজি। দেশী পুরাতন পেঁয়াজ দোকানভেদে  বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকা কেজি। কারওরান বাজারে দেশি পুরান পেঁয়াজ ৫ কেজি ৬৭৫ টাকা বিক্রি হতে দেখা গেছে। গত ৪ দিন আগেও দেশি পেঁয়াজ ২২০ থেকে ২৪০ টাকা ও ভারতীয় পেঁয়াজ ১৯০  থেকে ২১০ টাকা বিক্রি হয়েছিলো। 

ভাটারা নতুনবাজার কাঁচাবাজারের  এক বিক্রেতা বলেন, মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসায় দাম কমেছে। ভারতীয় পেঁয়াজ ১৪০ টাকা ও দেশি পুরান পেঁয়াজ ১৬০ টাকা কেজি। হয়তো সামনে আরো দাম করবে। 

বাজারে আসা এক ক্রেতা বলেন, বাজারে মুড়িকাটা পেঁয়াজ আসায় দাম কিছুটা কমেছে। আমার মতো মধ্যবিত্ত-নিম্নবিত্তদের জন্য কিছুটা ভালো হয়েছে। তারপরও মুড়িকাটা পেঁয়াজ ১০০ টাকা কেজি অনেক দাম। দেশি পেঁয়াজ ১৬০ টাকা ও ভারতীয় পেঁয়াজ ১৪০ টাকা বিক্রি হচ্ছে। 

ওআ/

পেঁয়াজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন