রবিবার, ৯ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১৫ জেলায় নতুন ডিসি *** জাহানারার যৌন হয়রানির অভিযোগ: তিন সদস্যের তদন্ত কমিটি গঠন *** খালেদ মুহিউদ্দীনের ইংরেজি জ্ঞান নিয়ে উদ্বেগ কেন? *** প্রধান উপদেষ্টা আহ্বান জানালে আমরা যাব, অন্য দলকে দিয়ে আহ্বান কেন: সালাহউদ্দিন *** দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে ভারতের অবস্থান কী *** কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়: তারেক রহমান *** রাজশাহীর প্রশংসা উপদেষ্টা আসিফ নজরুলের, এড়িয়ে গেলেন নির্বাচন প্রসঙ্গ *** আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে: শফিকুল আলম *** দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল: বাংলাদেশ ব্যাংক গভর্নর *** আওয়ামী লীগের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে আমেরিকা, ইউরোপ!

কমেছে দেশি ও ভারতীয় পেঁয়াজের দাম

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৩২ অপরাহ্ন, ১৪ই ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণার পর রাতারাতি দেশের বাজারে একলাফে পেঁয়াজের দাম প্রায় ডাবল হয়ে যায়। সংকট না থাকলেও অস্থির হয়ে ওঠে পেঁয়াজের বাজার। তবে বাজারে আসতে শুরু করেছে দেশীয় মুুড়িকাটা  নতুন পেঁয়াজ। দাম তুলনামূলক কিছুটা কম হওয়ায় ক্রেতারা ঝুঁকছেন নতুন পেঁয়াজের দিকেই। ফলে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছেন দেশি পুরাতন ও ভারতীয় পেঁয়াজ মজুতকারীরা। কেজিতে দেশি ও ভারতীয় পেঁয়াজ ৬০ থেকে ৮০ পর্যন্ত টাকা কমেছে। 

আর বেশি দামে কিনে রাখায় বাধ্য হয়ে লোকসানে বিক্রি করতে হচ্ছে দেশি ও ভারতীয় পেঁয়াজ। এমনকি পঁচতেও শুরু করেছে অনেকের পেঁয়াজ।

বৃহস্পতিবার (১৪ই ডিসেম্বর) রাজধানীর ভাটারা, বাড্ডা-রামপুরা এলাকায় বাজার ঘুরে দেখা গেছে, বাজারে দেশি মুড়িকাটা  পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা থেকে ১০০ টাকা কেজিতে। এছাড়া ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৬০ টাকা কেজি। দেশী পুরাতন পেঁয়াজ দোকানভেদে  বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকা কেজি। কারওরান বাজারে দেশি পুরান পেঁয়াজ ৫ কেজি ৬৭৫ টাকা বিক্রি হতে দেখা গেছে। গত ৪ দিন আগেও দেশি পেঁয়াজ ২২০ থেকে ২৪০ টাকা ও ভারতীয় পেঁয়াজ ১৯০  থেকে ২১০ টাকা বিক্রি হয়েছিলো। 

ভাটারা নতুনবাজার কাঁচাবাজারের  এক বিক্রেতা বলেন, মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসায় দাম কমেছে। ভারতীয় পেঁয়াজ ১৪০ টাকা ও দেশি পুরান পেঁয়াজ ১৬০ টাকা কেজি। হয়তো সামনে আরো দাম করবে। 

বাজারে আসা এক ক্রেতা বলেন, বাজারে মুড়িকাটা পেঁয়াজ আসায় দাম কিছুটা কমেছে। আমার মতো মধ্যবিত্ত-নিম্নবিত্তদের জন্য কিছুটা ভালো হয়েছে। তারপরও মুড়িকাটা পেঁয়াজ ১০০ টাকা কেজি অনেক দাম। দেশি পেঁয়াজ ১৬০ টাকা ও ভারতীয় পেঁয়াজ ১৪০ টাকা বিক্রি হচ্ছে। 

ওআ/

পেঁয়াজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250