বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য’ সংহত করতে ৪ দলের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক *** লিটন দাস জয় উৎসর্গ করলেন নিহতদের স্মরণে *** সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ বাংলাদেশের *** বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে সরকার *** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ

‘আন্টি’ বলতেই চটলেন এই অভিনেত্রী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০০ পূর্বাহ্ন, ৮ই নভেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

‘পুষ্পা’র দৌলতে অভিনয় দুনিয়ায় বেশ পরিচিত মুখ অভিনেত্রী অনসূয়া ভরদ্বাজ। আর অনুসূয়ার সঙ্গে অর্জুন রেড্ডি তারকা বিজয় দেবেরাকোন্ডার সম্পর্ক যে মোটেও মধুর নয়, তা অনেকেরই জানা। চলতি বছরের মাঝে অর্জুনের ডায়ালগ ধার করেই তাঁকে প্রকাশ্যে খোঁচা দিয়েছিলেন অনুসূয়া।

তবে অভিনেত্রীর এই কাণ্ডের পর তাঁকে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করতে ছাড়েননি অর্জুন রেড্ডির অনুরাগীরা। কেউ কেউ তাঁকে আন্টি বলে কটাক্ষ করেন। নিমেষে ‘আন্টি শব্দটি টুইটারে ট্রেন্ড করতেও শুরু করে।

আর এই 'আন্টি' বলাতেই বেজায় চটেছেন অভিনেত্রী অনসূয়া ভরদ্বাজ। সাফ জানিয়েছেন, এবার তাঁকে কেউ আন্টি বললে, তিনি তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। নিজের বক্তব্য স্পষ্ট করে অনসূয়া ভরদ্বাজ জানিয়েছেন, ‘শব্দটি ভুল নয়। বাচ্চারা বা ছোটরা তাঁকে আন্টি বললে অসুবিধা নেই।

কিন্তু যাঁরা একই বয়সী তাঁরাও ইচ্ছাকৃতভাবে এই শব্দ ব্যবহার করছেন এর অর্থটা অসম্মানজনক বলে মনে করেন তিনি। অনুসূয়ার কথায়, ’আমি জানি না ট্রোলাররা মুখোমুখি হয়ে তাকে নিয়ে এমন মন্তব্য করার সাহস পাবে কিনা। কিন্তু, নারীদের প্রতি এভাবে ঘৃণা দেখানো অপরাধ।' 

 আরো পড়ুন: কেন ‘নগদে কট’ খেলেন শাকিলা!

প্রসঙ্গত, অনসূয়া মনে করেন তঁকে আক্রমণ করার জন্য বিজয় দেবেরাকোন্ডা ট্রোলারদের টাকা দেন। এদিকে এই মুহূর্তে তাঁর হাতে কোনও ছবি নেই। এই বিষয়ে কথা বলতে গিয়ে অনসূয়া ভরদ্বাজ জানিয়েছেন, তিনি একই ধরনের চরিত্রে অভিনয় করতে চান না। চ্যালেঞ্জিং চরিত্রেই তিনি কাজ করতে আগ্রহী।

প্রসঙ্গত, ‘পুষ্পা: দ্য রাইজ’, ‘পুষ্পা: দ্য রুল’ ছাড়াও খুশি, 'ফ্ল্যাশব্য়াক', 'মাইকেল', 'খিলাড়ি' সহ দক্ষিণের একাধিক ছবিতে অভিনয় করেছেন অনসূয়া। টেলিভিশনের পর্দাতেও অভিনয় করেছেন অনসূয়া।

এসি/ আই.কে.জে/


অভিনেত্রী আন্টি'

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন