শুক্রবার, ১লা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** থানা হোক ন্যায়বিচারের প্রথম ঠিকানা: আইজিপি *** জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’ উদ্বোধন *** বিশ্ব রেকর্ড গড়ার পর সোনাও জিতলেন ‘ম্যাজিক’ মারশাঁ *** নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগ নেতাকর্মীদের ‘গোপন বৈঠক’ ঘিরে গ্রেপ্তার ২২, সেনা হেফাজতে এক মেজর *** জুলাই সনদ আইনের ঊর্ধ্বে: সালাহউদ্দিন আহমদ *** ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল বিএনপি-জামায়াতসহ ২৯ দল *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে সিদ্ধান্ত নেবে পর্তুগাল *** রাষ্ট্রপতি নির্বাচন হবে উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে *** ১৮৫ বছরের পুরোনো বুনো মহিষের শিং পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর *** প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত

এবারের জন্মদিন একটু অন্যভাবে পালন করলেন নুসরাত

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৩ অপরাহ্ন, ৯ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

সোমবার ছিল অভিনেত্রী নুসরাত জাহানের জন্মদিন। বিশেষ দিনটি একটু অন্যভাবে পালন করলেন অভিনেত্রী। তার জন্মদিনেই প্রকাশ্যে এলো ‘মেন্টাল’ ছবির ট্রেলার। নিজেদের প্রযোজনা সংস্থার অধীনে এটাই যশ এবং নুসরাতের প্রথম ছবি। 

নুসরাত বলেন, ‘জন্মদিনে ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছে। এটা আমার জন্য একটা দারুণ উপহার। অনেকেই ফোন করে ট্রেলারের প্রশংসা করেছেন। ভালো লাগছে।’ ছবির ট্রেলারে যশের অ্যাকশন অবতার ধরা পড়েছে।

পুলিশ অফিসারের চরিত্রে অভিনেতাকে দুষ্টের দমন করতেই দেখা যাচ্ছে। নিজের অভিযানে তার সঙ্গে রয়েছেন নুসরাত। জন্মদিনে দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে বই-খাতা এবং চকোলেট বিতরণ করেন অভিনেত্রী। তাদের উপস্থিতিতেই কেক কেটে জন্মদিন পালন করেন নুসরাত।

তবে নিজের লোকসভা কেন্দ্র ছাড়া আলাদা করে জন্মদিন উপলক্ষে কোনো পরিকল্পনা করেননি বলেই জানালেন নুসরাত। তিনি বলেন, ‘আমরা সত্যিই আলাদা করে কিছু পরিকল্পনা করিনি। কারণ এখন আমরা ‘মেন্টাল’-নিয়ে ব্যস্ত।’ 

যশের বক্তব্যেও একই সুর। অভিনেতা বলেন, ‘এবার আমরা এতটাই ব্যস্ত যে, উদযাপনের সমস্ত পরিকল্পনা বাঁচিয়ে রেখেছি। ইতোমধ্যেই ছবির প্রচারে আমরা ব্যস্ত হয়ে পড়েছি। প্রথম প্রযোজনা বলেই কোনো রকম ফাঁক রাখতে চাইছি না। আগে ছবি মুক্তি পাক, তার পর সকলে মিলে ভালো সময় কাটানো যাবে।’

আরো পড়ুন: নয়নতারার সিনেমার বিরুদ্ধে এফআইআর দায়ের

কাজের মধ্যে জন্মদিন কাটল বলে নুসরাতের কিন্তু কোনো রকম অভিযোগ নেই। কারণ তিনি মনে করেন, তিনি আর যশ, দু’জনে মিলে একটা ভালো ছবি দর্শকদের উপহার দেওয়ার জন্য পরিশ্রম করছেন। 

নুসরাত বলেন, ‘একটু অন্যরকমভাবে দিনটা কাটালাম। ছবির ট্রেলার মানুষের পছন্দ হয়েছে। এর পর জন্মদিনের পার্টি পিছিয়ে দেওয়াই যায়। এখন শুধুই এই ছবিটার মুক্তির দিকে মন দিতে চাই।’

এসি/ আই. কে. জে/ 


জন্মদিন নুসরাত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন