ছবি-সংগৃহীত
কয়েক দশক ধরে যার রূপে, গুণে মুগ্ধ হয়েছেন হাজারো পুরুষ। এখনো বলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে যে নাম জ্বল জ্বল করে তার মধ্যে ঐশ্বরিয়া রায় অন্যতম। ঐশ্বরিয়া রায় মানেই ভক্তদের কাছে সৌন্দর্যের প্রতীক। শুধু সৌন্দর্য নয় অভিনয় গুণেও মুগ্ধ করে রেখেছেন সিনেমাপ্রেমীদের। এখনো দেশ-বিদেশের ভক্ত-অনুরাগীদের কাছে তার আবেদন আগের মতোই। তার এক ঝলক দেখা পাওয়ার অপেক্ষা করে থাকেন অনুরাগীরা।
সাধারণভাবে অনুরাগীদের নিরাশ করেন না তারকারা। তবে এ ক্ষেত্রে নাকি ব্যতিক্রম ঐশ্বরিয়া। মিনিটখানেকের সাক্ষাতের আগে বলিউডের এক অভিনেতাকে নাকি দেড় ঘণ্টা অপেক্ষা করিয়েছিলেন নায়িকা!
আরো পড়ুন: যত দিন শরীর আছে তত দিন কাজ আছে : রচনা ব্যানার্জি
সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের খ্যাতিমান নায়ক ইমরান হাশমি জানান, অনেক বছর আগে ঐশ্বরিয়ার দেখা পাওয়ার আশায় নাকি দেড় ঘণ্টা অপেক্ষা করেছিলেন তিনি। ইমরানের ভাষ্য, ঐশ্বরিয়া রাই বচ্চনকে দেখে আমার চোখে ধাঁধা লেগে গিয়েছিল! আমার মনে আছে, আমি তার দেখা পাওয়ার জন্য যা করেছিলাম, তা আর কোনোদিন করিনি।
ইমরান বলেন তখন আমি মোহিত সুরির সঙ্গে সহকারী পরিচালক হিসেবে ‘রাজ’ সিনেমাতে কাজ করছিলাম। তার আগে ‘হাম দিল দে চুকে সানাম’ সিনেমাতে ঐশ্বরিয়াকে দেখেছিলাম, আর তখনই আমার ঘুম উড়ে গিয়েছিল।
আমি শুধু একবার তার দেখা পেতে চেয়েছিলাম। সেজন্য দেড় ঘণ্টা অপেক্ষা করেছিলাম তার ভ্যানের বাইরে। আমি কখনো কারও জন্য এমন কাজ করিনি!
নিজেকে ঐশ্বরিয়ার অনুরাগী দাবি করলেও একবার ‘কফি উইথ করণ’-এ এসে তাকেই ‘প্লাস্টিক বিউটি’ বলে উল্লেখ করেছিলেন ইমরান হাশমি।
অভিনেতার সেই মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হলে পরে এই নায়ক বলেন, আমি খারাপভাবে কিছু বলতে চাইনি। ‘কফি উইথ করণ’-এ হ্যাম্পার জেতার জন্য এমন উত্তরই দিতে হয়! আদতে আমি ঐশ্বরিয়ার ভক্ত।
এসি/ আই. কে. জে/