শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কলকাতায় পাঁচ জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড *** নির্বাচনে সহায়তা নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোকে ব্রিফ করল জাতিসংঘ *** কাফু–ক্যানিজিয়ার সঙ্গে ঢাকায় নৈশভোজের সুযোগ *** নতুন গণমাধ্যম নীতি নিয়ে আপত্তি, পেন্টাগনের বিরুদ্ধে নিউইয়র্ক টাইমসের মামলা *** প্রধান উপদেষ্টাকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর ফোন, বন্যায় সহায়তার জন্য কৃতজ্ঞতা *** খালেদা জিয়াকে নিয়ে নির্মিত সরকারি ডকুমেন্টারি প্রকাশ *** একটি মানবশিশুকে যেভাবে পাহারা দিলো চারটি কুকুর *** অনিবার্য কারণ ছাড়া বিএনপি নির্বাচনি মাঠে থাকবে: নজরুল ইসলাম খান *** নিবন্ধন পাচ্ছে ‘আমজনতার দল’, প্রতীকের বিষয়ে যা জানা গেল *** এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হতে পারে, জুবাইদা রহমান ঢাকায় আসছেন

পপি ম্যাডাম কি কোথাও বলেছেন, আমি তার স্বামী? বললেন সেই ব্যবসায়ী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৪ অপরাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

মঙ্গলবার (১২ই ডিসেম্বর) সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এক খবর। ‘বিয়ে করেছেন চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। তার স্বামীর নাম আদনান উদ্দিন কামাল। তিনি একজন জাহাজ ব্যবসায়ী।’

তবে একদিন পরেই আজ (বুধবার) একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন পপির ‘কথিত’ স্বামী সেই জাহাজ ব্যবসায়ী আদনান উদ্দিন কামাল। নায়িকাকে বিয়ের খবর ‘মিথ্যা’ দাবি করে পুরো বিষয়টি তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন তিনি। 

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনেও দাবি করা হয়, বর্তমানে ধানমন্ডিতে থাকছেন পপি। দুই বছরের একটি পুত্রসন্তান রয়েছে তার। যার নাম আয়াত। স্বামীর পরিবার পপিকে এখনও মেনে নেয়নি বলে অনেকটা বাসাবন্দি সময় কাটাচ্ছেন তিনি। 

যে নায়িকাকে ঘিরে এমন খবর রটেছে, তার সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা যায়নি। এমনকি যে ব্যবসায়ীকে পপির স্বামী দাবি করা হয়েছে, শুরু থেকে তার কোনো বক্তব্য-ও মেলেনি। 

জাহাজ ব্যবসায়ী আদনান উদ্দিন কামাল বিবাহিত। তার তিনটি সন্তানও রয়েছে। পপির সঙ্গে বিয়ের খবর তার স্ত্রী উপভোগ করছেন বলেও মন্তব্য করেছেন আদনান উদ্দিন। তার ভাষায়, ‘পপি আমাদের পারিবারিক বন্ধু। তাকে বিয়ের প্রশ্নই আসে না। একটা মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব ছড়াচ্ছে।’

এই ব্যবসায়ী বলেন, ‘গতকাল থেকে পপির সঙ্গে বিয়ের খবরে আমাকে রীতিমতো ভাইরাল করে দেওয়া হয়েছে। পুরো বিষয়টা আমার স্ত্রীও বেশ উপভোগ করছে।’

পপিকে বিয়ে প্রসঙ্গে আদনান উদ্দিন প্রশ্ন ছুঁড়ে বলেন, ‘পপি ম্যাডাম কী কোথাও বলেছেন, আমি তার স্বামী? গতকাল থেকে হাজারবার ফোন এসেছে। পুরো ঘটনায় আমি বিরক্ত। সংবাদমাধ্যমে এমনও অনেকে লিখেছেন, আমার সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়েছে কিন্তু মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।’

আরো পড়ুন: অবশেষে আড়ালে থাকা পপির স্বামী-সন্তানের খোঁজ মিলল

পপির সঙ্গে অনুষ্ঠানে ছবি প্রসঙ্গে এই ব্যবসায়ী বলেন, ‘২০১৮ সালে আমার ছোটবোনের বিয়েতে এসেছিলেন তিনি। সে আমার স্ত্রীর বড় বোনের বন্ধু। শাহরুখ খানও বিয়েতে নাচতে যান, তাই বলে কী তার সঙ্গে ওই মেয়ের বিয়ে হয়ে যায়? পারিবারিক বন্ধুত্বের কারণে পপি ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ হয়। তিনি আমাদের বাড়িতে আসছেন, আমরাও কখনো গিয়েছি। তাই বলে এটাকে বিয়ে পর্যন্ত নিয়ে যাওয়ার মানে হয় না।’

প্রসঙ্গত, বিগত ৩ বছর ধরে নিজেকে আড়াল করে রেখেছেন চিত্রনায়িকা পপি। হঠাৎ করেই এই নায়িকার অন্তরালে চলে যাওয়া নিয়ে রয়েছে অনেক প্রশ্ন। যদিও সেসবের কোনো উত্তর মেলেনি। একাধিকবার তার বিয়ে ও সন্তানের খবর নিয়ে সংবাদ প্রচার হলেও পপি বরাবরই থেকে গেছেন নীরব। 

এসি/ আই.কে.জে/


পপি ম্যাডাম আদনান উদ্দিন কামাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250