মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

প্রেমে পড়ার কথা নিজেই জানালেন নার্গিস ফাখরি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫২ অপরাহ্ন, ২০শে ডিসেম্বর ২০২৩

#

ছবি-ফাইল

বলিউড রকস্টার সিনেমায় অভিনয় করে রাতারাতি তারকা বনে যান নার্গিস ফাখরি। যদিও পরবর্তীতে তাকে আর সেভাবে সফলতা পেতে দেখা যায়নি। তবে ওই এক সিনেমা দিয়েই দর্শক হৃদয়ে জায়গা করে নেন এই সুন্দরী।

সম্প্রতি টনি বেগ নামে এক ব্যক্তির সঙ্গে দেখা যায় নার্গিসকে। টনি ভারতের কাশ্মীরে জন্মগ্রহণ করেছেন। কিন্তু বসবাস করেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। তিনি পেশায় একজন ব্যবসায়ী। তবে প্রেমের সম্পর্ক নিয়ে কখনও মুখ খোলেননি নার্গিস।

৪৪ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘এ বিষয়ে আমি বিস্তারিত জানাতে চাই না। তবে হ্যাঁ, আমার জীবনে কেউ একজন আছে। তাকে নিয়ে আমি খুবই সুখী।’

তার কথায়, ওই ব্যক্তি জীবনে আসায় নিজেকে খুব ভাগ্যবান মনে করেন তিনি। নিজেকে পার্টনার পারসন হিসেবে উল্লেখ করেছেন নার্গিস। যার যত্ন নেন, তার সঙ্গে সব কিছু ভাগাভাগি করে করতে পছন্দ করেন বলে জানিয়েছেন এই বলিউড তারকা।

আরো পড়ুন: শাহরুখকে ভয়ের কিছু নেই, বললেন এই নায়িকা

সম্প্রতি ‘তাতলুবাজ’ ছবির মাধ্যমে ওটিটিতে যাত্রা করেছেন নার্গিস। ক্যারিয়ারের শুরুর দিকের কথা বলতে গিয়ে অভিনেত্রীর মন্তব্য, ‘আমাকে ভুল ভাবা হতো, কারণ প্রত্যেকে যেটা করত আমি সেটা করতাম না। আমি সবসময় নিজের পথে চলার চেষ্টা করেছিলাম। লোকে সেটাই অদ্ভুত ভাবত’।

বলিউডে খুব একটা নিয়মিত নন নার্গিস। মাঝে বিরতি নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। এবার বিরতি ভেঙে ভারতে ফিরে ফের কাজ শুরু করেছেন।

একটা সময় অভিনেতা উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কে ছিলেন নার্গিস। সেই প্রেমের কথা অবশ্য প্রকাশ্যে বলতে শোনা যায়নি। দীর্ঘ ৫ বছরের প্রেমের সম্পর্ক কেন ভেঙে গিয়েছিল, তা এখনও অজানা।

এবার নিয়ম ভেঙে এই সুন্দরী নিজেই জানালেন, প্রেম করছেন তিনি। 

এসি/ আই. কে. জে/

নার্গিস ফাখরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন