বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে ব্রিটেনও *** একাত্তর নিয়ে বক্তব্য, সমালোচনার মুখে আসিফ নজরুলের দুঃখ প্রকাশ *** জুলাই সনদের খসড়ার সঙ্গে ‘মোটামুটি’ একমত বিএনপি *** বিনা অনুমতিতে নূরুল কবীরকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে, প্রত্যাহারের অনুরোধ *** জনসংখ্যা বাড়াতে প্রত্যেক শিশুকে বছরে ৬২ হাজার টাকা করে দেবে চীন *** প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন *** ইসরায়েলি দুই মন্ত্রীকে নেদারল্যান্ডসে ঢুকতে দেবে না দেশটির সরকার *** ডাকসু নির্বাচন ৯ই সেপ্টেম্বর *** আর কাউকে প্রতীকী মূল্যে জমি দেবে না সরকার: অর্থ উপদেষ্টা

রাশমিকা বছরে কত টাকা আয় করেন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৫ অপরাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

রাশমিকা মূলত দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা। টলিউড থেকে বলিউড দাপিয়ে বেড়াচ্ছেন রাশমিকা মান্দানা। তার সৌন্দর্যে যেমন অনুরাগীরা মুগ্ধ, তেমন অভিনয়েও। দুইয়ে মিলে এই অভিনেত্রীর বৃহস্পতি তুঙ্গে। সেখানকার সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া ১০ অভিনয়শিল্পীর মধ্যে তিনি একজন।

প্রতি সিনেমায় ৫ কোটি রুপি নিয়ে থাকেন রাশমিকা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৬ কোটি ৬০ লাখ টাকা। তবে সম্প্রতি মুক্তি পাওয়া ‘অ্যানিমেল’ ছবির সাফল্যের পর পারিশ্রমিক বাড়াতে পারেন তিনি।

এ ছাড়া প্রতি মাসে ৬০ লাখ রুপি আয় করে থাকেন রাশমিকা, যা বাংলাদেশি মুদ্রায় ৭৯ লাখ ২৫ হাজার টাকা। তার বাৎসরিক আয় ৮ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ১০ কোটি ৫৭ লাখ টাকা। বর্তমানে ৪৫ কোটি রুপি তথা প্রায় ৬০ কোটি টাকা মূল্যের সম্পদের মালিক তিনি।

১৯৯৬ সালের ৫ই এপ্রিল কর্ণাটকের কোডাগুর ভিরাজপেট শহরে জন্ম রাশমিকার। তার বাবা মদন মান্দানা ও মা সুমন মান্দানা। কোডাগুর কুর্গ পাবলিক স্কুলে শিক্ষাজীবন শুরু হয়।

স্কুলের পড়াশোনা শেষ করার পর কর্ণাটকের বেঙ্গালুরু, এমএস রামাইয়া কলেজ অব আর্টস সায়েন্স অ্যান্ড কমার্স থেকে মনোবিজ্ঞান, সাংবাদিকতা ও ইংরেজি সাহিত্যে ডিগ্রি নেন। অভিনয় শিখতে তিনি মহিশুর ইনস্টিটিউট অব কমার্স অ্যান্ড আর্টসেও পড়াশোনা করেন।

আরো পড়ুন: খুশি থাকতে হলে ডিভোর্স দরকার! কেন বললেন এই অভিনেত্রী?

মডেল হিসেবে ২০১৪ সালে ক্যারিয়ার শুরু করেন রাশমিকা। ওই বছর তিনি ‘ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেশ ফেস অব ইন্ডিয়া’ প্রতিযোগিতায় অংশ নেন এবং এই ক্যাম্পেইনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন।

২০১৬ সালে বেঙ্গালুরুর লামোড টপ মডেল হান্টে ‘টিভিসি’ খেতাব পান। সেই প্রতিযোগিতায় প্রযোজকদের দৃষ্টি আকর্ষণ করলে ‘কিরিক পার্টি’ চলচ্চিত্র দিয়ে তার অভিনয়জীবন শুরু হয়। ।

রাশমিকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অ্যানিমেল’। সিনেমাটিতে রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন। সন্দীপ রেড্ডি ভাঙ্গা নির্মিত এ সিনেমা পয়লা ডিসেম্বর মুক্তি পায়। মুক্তির পর থেকে বক্স অফিসে ঝড় তুলেছে এটি। ছাড়িয়ে গেছে ৬০০ কোটির মাইলফলক।

এসি/ আই.কে.জে/

রাশমিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন