রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আলোচনা-সমালোচনায় কবি-সাংবাদিক আলতাফ, সহকর্মীরা প্রতিবাদমুখর, সরব নারীনেত্রীরা *** জামায়াত সম্পর্কে কী এনসিপির নতুন উপলব্ধি *** খালেদা জিয়ার সংসদ নির্বাচনের প্রচারে অংশ নেওয়ার বিষয়ে যা জানাল বিএনপি *** একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক *** জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি *** আন্দোলনের জবাবে ট্রাম্প বললেন, ‘আমি রাজা নই’ *** পুঁজিবাজার চাঙা করতে আইসিবিকে ১০০০ কোটি টাকা দেওয়ার পরিকল্পনা *** অগ্নিনির্বাপণে ৩০ সেকেন্ডের মধ্যে কাজ শুরু হয়েছে, দাবি উপদেষ্টার *** নভেম্বর থেকে সেন্ট মার্টিন যেতে পারবেন পর্যটকেরা *** দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ

অবশেষে অবরুদ্ধ গাজায় ঢুকল ত্রাণবাহী ট্রাক

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫২ অপরাহ্ন, ২১শে অক্টোবর ২০২৩

#

অবশেষে অবরুদ্ধ গাজায় ঢুকল ত্রাণবাহী ট্রাক। ছবি: সংগৃহীত

দু’সপ্তাহের অবরোধে আটকে থাকার পর অবশেষে রাফাহ ক্রসিং দিয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রবেশ করেছে ত্রাণ পণ্যবাহী ট্রাক।

মিশরের সঙ্গে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার একমাত্র সীমান্ত যোগাযোগ পথ রাফাহ ক্রসিং স্থানীয় সময় দশটার দিকে খুলে দেওয়া হয়।

এর আগে কয়েকদিন ধরেই যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও মিশর বলে আসছিল যে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য রাফাহ ক্রসিং খোলা হবে। তবে দিনক্ষণ প্রকাশিত হলেও সেটি সম্ভব হয়নি।

জাতিসংঘ জানিয়েছে, গাজায় খাবার, পানি ও জরুরি ওষুধের মারাত্মক সংকট দেখা দিয়েছে। সেখানে দ্রুত সহায়তা না পৌঁছালে বহু মানুষের মৃত্যু হতে পারে।

হামাসের মিডিয়া অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, 'আজকে যে ত্রাণ ত্রাণবাহী কনভয় প্রবেশ করবে তার মধ্যে রয়েছে ২০টি ট্রাক। এগুলো ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং সীমিত পরিমাণ খাদ্য বহন করবে।'

সূত্রের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়েছে, মিশরীয় রেড ক্রিসেন্ট এখন এই প্রথম কনভয় ক্রসিং পরিচালনা করছে। তবে গাজায় জাতিসংঘের সহায়তা পৌঁছানোর জন্য সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এর আগে শুক্রবার রাফাহ ক্রসিং পরিদর্শন করে দ্রুত গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করার আহ্বান জানান তিনি। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সূত্রগুলোর বরাত দিয়ে খবরে বলা হয়েছে, প্রথম ধাপে গাজায় প্রবেশ করা ২০টি ট্রাকে প্রধানত চিকিৎসা সরঞ্জাম এবং সামান্য পরিমাণে খাবার থাকবে। তবে পানি ও জ্বালানি এসব ট্রাকে থাকবে না। যদিও এগুলো গাজার মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

আল জাজিরা জানিয়েছে, রাফাহ সীমান্ত দিয়ে প্রথম ট্রাক প্রবেশ করতে দেখা গেছে। 

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছিলেন যে গত সোমবার ক্রসিং খুলে দেওয়া হবে। কিন্তু তা হয়নি। গত কয়েকদিন ধরে ক্রসিংটিতেও ইসরায়েলি বোমা হামলা চালিয়েছে। যার ফলে ক্রসিংটি বন্ধ করে দেয় মিশর।

অবরুদ্ধ গাজায় প্রবেশের মাত্র তিনটি পথ রয়েছে। এর মধ্যে দুটি পথ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে ইসরায়েল। আর বাকি একটি হলো মিশরের সঙ্গের রাফাহ ক্রসিং। যেটি গাজা থেকে সরাসরি মিশরের সঙ্গে সংযুক্ত।

ওআ/


গাজা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250