রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আলোচনা-সমালোচনায় কবি-সাংবাদিক আলতাফ, সহকর্মীরা প্রতিবাদমুখর, সরব নারীনেত্রীরা *** জামায়াত সম্পর্কে কী এনসিপির নতুন উপলব্ধি *** খালেদা জিয়ার সংসদ নির্বাচনের প্রচারে অংশ নেওয়ার বিষয়ে যা জানাল বিএনপি *** একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক *** জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি *** আন্দোলনের জবাবে ট্রাম্প বললেন, ‘আমি রাজা নই’ *** পুঁজিবাজার চাঙা করতে আইসিবিকে ১০০০ কোটি টাকা দেওয়ার পরিকল্পনা *** অগ্নিনির্বাপণে ৩০ সেকেন্ডের মধ্যে কাজ শুরু হয়েছে, দাবি উপদেষ্টার *** নভেম্বর থেকে সেন্ট মার্টিন যেতে পারবেন পর্যটকেরা *** দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ

আবারো ক্ষমতায় আসছেন মোদি, গ্যারান্টি দিয়েছেন অমিত শাহ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৬ অপরাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২৩

#

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গ্যারান্টি দিয়ে বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবারো ক্ষমতায় আসছেন। 

ভারতের তিন রাজ্যে জয়ের পর আত্মবিশ্বাসের তুঙ্গে আছে বিজেপি। আগামী বছর লোকসভা নির্বাচনে ফের নরেন্দ্র মোদি যে ভারতের প্রধানমন্ত্রী হবেন, সে বিষয়ে নিশ্চিত বিজেপি। 

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন, বিরোধী দলীয় ইন্ডিয়া জোটে নতুনত্ব বলে কিছু নেই। ২০২৪-সালে ফের ভারতের প্রধানমন্ত্রী হচ্ছেন মোদিই।

আগামী সপ্তাহে দিল্লিতে ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক। একজোট হওয়া বিরোধীরা এবার বিজেপির বিরুদ্ধে একের বিরুদ্ধে এক প্রার্থী দিতে চাইছেন। 

কিন্তু অমিত শাহ বলছেন, এই ইন্ডিয়া জোটে নতুন কোনো বিশেষত্ব নেই। তার বক্তব্য, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, হিমাচল প্রদেশ, গুজরাট, উত্তরাখণ্ড, কর্নাটকের মতো রাজ্যে সরাসরি কংগ্রেস ও বিজেপির লড়াই হবে। বিহার, মহারাষ্ট্র, তামিলনাড়ুর মতো রাজ্যে বিজেপি জোটের সঙ্গে বিরোধী দলীয় জোটের লড়াই হবে। বাকি রাজ্যগুলোর আঞ্চলিক দলে ইন্ডিয়া জোট নেই। তাহলে এই জোটে নতুন কী আছে?

আরো পড়ুন: ইউক্রেনের ৫০ বিলিয়ন ইউরো সহায়তা আটকে দিল হাঙ্গেরি

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে ২০২৪ সালে ক্ষমতা ধরে রাখছেন, সেটা নিশ্চিত। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, ২০১৯ সালের থেকেও বড় ব্যবধানে ২০২৪ সালে জিতবে বিজেপি। তিনি বারবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন, ইন্ডিয়া কোনো ফ্যাক্টর নয়। যদিও বিরোধীদের দাবি ইন্ডিয়া ভীতি থেকেই এ কথা বলছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।

বস্তুত বিরোধীদের এই সম্মিলিত মঞ্চ বিজেপির জন্য যে কিছুটা হলেও চিন্তার কারণ সেটা মেনে নিচ্ছে বিজেপির একটা অংশও। কোনোভাবে যদি গোটা বিরোধী শিবির একত্রিত হয়ে একটি ন্যূনতম সাধারণ কর্মসূচি তৈরি করে ফেলে, তাহলে সেটা ২০২৪ সালের নির্বাচনে গেরুয়া শিবিরকে ভালো চাপে ফেলে দিতে পারে। তবে বিজেপির আশা যে এত ভিন্ন মতের রাজনৈতিক দলের একসঙ্গে আসা সম্ভব নয়।

সূত্র: এবিপি, এসপি

এসকে/ 

ভারত নরেন্দ্র মোদি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250