সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ইসরায়েল থেকে নিরাপদে ফিরলেন ২১২ ভারতীয়

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৭ পূর্বাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

গত ৮ অক্টোবর ইসরায়েল ও ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ২ হাজার ৭০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ইসরায়েলি সেনা ও হামাসের যোদ্ধাদের পাশাপাশি বিদেশি অনেক নাগরিক রয়েছেন। সেই তালিকায় নাম আছে ভারতের।

যুদ্ধের মধ্যেই ইসরায়েলের বিভিন্ন শহরে আটকে পড়া ভারতীয় নাগরিকদের ফেরানোর কাজ শুরু হয়েছে। এ জন্য ভারত সরকার ‘অপারেশন অজয়’ চালু করেছে। এই অপারেশনের অধীনে ২১২ ভারতীয়কে নিয়ে ইজরায়েলের বেন গুরিওন বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইট দিল্লি পৌঁছেছে। 

ইসরায়েলের সময় অনুযায়ী, ভারতীয় নাগরিক ভর্তি এই ফ্লাইটটি রাত ৯টায় বেন গুরিয়ন বিমানবন্দর থেকে যাত্রা করে। এয়ার ইন্ডিয়ার বিমান এই ফ্লাইটে ২১২ জন যাত্রী দিল্লি পৌঁছেছেন।

এদিকে অপারেশন অজয়ের অধীনে ভারত সরকার ইজরায়েল থেকে যাদের নিয়ে আসছে তাদের কাছ থেকে কোনও ভাড়া নেওয়া হচ্ছে না। জানা গেছে, প্রায় ১৮ হাজার ভারতীয় বংশোদ্ভূত ইজরায়েলে বাস করেন।

অপরদিকে ভারতের ফ্লাইটে উঠতে ইজরায়েলের তেল আবিব বিমানবন্দরে মানুষের ভিড় দেখা গেছে। তাদের মধ্যে সবচেয়ে বেশি ভারতীয় শিক্ষার্থী। 

ইজরায়েলে পড়তে যাওয়া শিক্ষার্থী শুভম কুমার বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বেশিরভাগ ভারতীয় শিক্ষার্থী নার্ভাস ছিল। কিন্তু তারপর হঠাৎ করে আমরা কিছু লিঙ্ক দেখতে পেলাম, যাতে ভারতীয় দূতাবাসের জারি করা বিজ্ঞপ্তি ছিল। এটি আমাদের মনোবল বাড়িয়েছে এবং আমাদের ফিরে আসার সুযোগ দিয়েছে।

এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও সামাজিক মাধ্যমে অপারেশন অজয় নিয়ে পোস্ট করেছিলেন। এছাড়া ইসরায়েলে আটকে পড়া ভারতীয় নাগরিকদের আশ্বস্ত করে দেশটির দূতাবাস বলেছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। 

এসকে/ 

ফিলিস্তিন যুদ্ধ ইসরায়েল-ফিলিস্তিন নিহত হামাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন