সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নবম-দশম গ্রেডে চাকরি

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, সাভার, ঢাকা রাজস্ব খাতভুক্ত একাধিক পদে জনবল নিয়োগ দেবে। এই প্রতিষ্ঠানে ৪ ক্যাটাগরির পদে নবম ও দশম গ্রেডে ১০ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: সহকারী পরিচালক (প্রশিক্ষণ)

পদসংখ্যা: ৫

যোগ্যতা: প্রশাসন, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সমাজবিজ্ঞান বা নির্দিষ্ট পদের সঙ্গে সম্পর্কিত অন্য কোনো সংশ্লিষ্ট সামাজিক বিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণির মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির মাস্টার্স ডিগ্রি।

বয়স: অনূর্ধ্ব ৩০ বছর

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

২. পদের নাম: সহকারী পরিচালক (খেলাধুলা)

পদসংখ্যা: ২

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে শরীরচর্চা শিক্ষা বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি। অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

বয়স: অনূর্ধ্ব ৩০ বছর

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৩. পদের নাম: এস্টেট অফিসার

পদসংখ্যা: ১

যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতাসহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি।

বয়স: অনূর্ধ্ব ৩২ বছর

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৪. পদের নাম: কারিগরি তদারককারী

পদসংখ্যা: ২

যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতাসহ এইচএসসি বা সমমান পাস। পলিটেকনিক/ভোকেশনাল ইনস্টিটিউট থেকে যন্ত্রপ্রকৌশল/তড়িৎ প্রকৌশলে ডিপ্লোমা অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতাসহ এসএসসি পাসসহ স্বীকৃত পলিটেকনিক/ভোকেশনাল ইনস্টিটিউট থেকে যন্ত্র প্রকৌশল/তড়িৎ প্রকৌশলে ডিপ্লোমা।

বয়স: অনূর্ধ্ব ৩০ বছর

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

আবেদন যেভাবে:

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে (http://bpatc.teletalk.com.bd/) ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা alljobs.query@teletalk.com.bd অথবা diradmin@bpatc.gov.bd ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে। মেইলের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।

আবেদন ফি

অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ ও ২ নম্বর পদের জন্য ৬০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ৬৯ টাকাসহ মোট ৬৬৯ টাকা এবং ৩ ও ৪ নম্বর পদের জন্য ৫০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ৫৮ টাকাসহ মোট ৫৫৮ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ২১শে ডিসেম্বর ২০২৩, বিকেল ৫টা পর্যন্ত।

এসি/  আই.কে.জে

আরো পড়ুন: টিআরপি নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের শেষ সময় ২৫শে জানুয়ারি

লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র

খবরটি শেয়ার করুন