শুক্রবার, ১০ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শনিবার ভোরে দেশে ফিরছেন শহিদুল আলম *** ইসরায়েল থেকে মুক্ত শহিদুল আলম এখন তুরস্কে *** স্বামী নিখোঁজের পর দেবরের সঙ্গে বিয়ে, পরের দিনই হাজির স্বামী! *** সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব স্থগিত নিয়ে যা জানাল চারুকলা অনুষদ *** গাজায় যুদ্ধবিরতি ‘কার্যকর’, নিজ এলাকায় ফিরছেন ফিলিস্তিনিরা, সরছেন ইসরায়েলি সেনারা *** ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় যা বলছে হোয়াইট হাউস *** তালেবানের সঙ্গে বৈঠকের পর কাবুলে পূর্ণাঙ্গ দূতাবাস চালুর ঘোষণা দিল্লির *** গুমের ঘটনায় ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ন্যায়বিচারের পথে অগ্রগতি: এইচআরডব্লিউ *** শেখ হাসিনাসহ দুই ডজন নেতা ভোটে অযোগ্য হচ্ছেন *** ইসরায়েলি কারাগার থেকে ইস্তাম্বুলের পথে শহিদুল আলম

৪৫তম বিসিএস

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা হতে পারে ২৫শে জানুয়ারি

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৩ অপরাহ্ন, ২রা জানুয়ারী ২০২৪

#

ছবি-সংগৃহীত

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ২৫শে জানুয়ারি থেকে শুরু হতে পারে। ১০ই জানুয়ারির মধ্যে লিখিত পরীক্ষার চূড়ান্ত তারিখ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সোমবার (১লা জানুয়ারি) পিএসসি সূত্রে এ তথ্য জানা গেছে।

পিএসসির পরীক্ষা শাখার (ক্যাডার) কর্মকর্তারা নাম প্রকাশ না করে এ তথ্য জানিয়েছেন। তাদের তথ্যমতে, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরুর জন্য ২০-২৬শে জানুয়ারির মধ্যে যেকোনো একটি তারিখ চূড়ান্ত করার প্রস্তাব উঠেছে। পরীক্ষা শুরুর অন্তত ১৫ দিন আগে প্রার্থীদের অবহিত করা হবে। সেক্ষেত্রে ১০ই জানুয়ারির মধ্যে পরীক্ষার তারিখ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেন, জানুয়ারির শেষদিকে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু করা হতে পারে। এ বিষয়ে কাজ চলছে। শিগগির পিএসসির ওয়েবসাইটে পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে।

আরো পড়ুন: ম্যানেজার পদে সেভ দ্য চিলড্রেনে চাকরি

গত ২৭শে নভেম্বর থেকে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে হরতাল-অবরোধে অস্থিতিশীলতা ও নির্বাচনী তৎপরতার কারণে প্রার্থীরা পরীক্ষা পেছানোর দাবি তোলেন। তাদের দাবির মুখে পরীক্ষা স্থগিত ঘোষণা করে পিএসসি।

২০২৩ সালে ১৯শে মে ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নেন দুই লাখ ৬৮ হাজার ১১৯ জন। ৬ই জুন প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী- ৪৫তম বিসিএসে দুই হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। এরমধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসায়। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে চিকিৎসা ক্যাডারে ৫৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি নিয়োগ পাবেন শিক্ষা ক্যাডারে।

এসি/ আই. কে. জে/ 

জানুয়ারি লিখিত পরীক্ষা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250