বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে ব্রিটেনও *** একাত্তর নিয়ে বক্তব্য, সমালোচনার মুখে আসিফ নজরুলের দুঃখ প্রকাশ *** জুলাই সনদের খসড়ার সঙ্গে ‘মোটামুটি’ একমত বিএনপি *** বিনা অনুমতিতে নূরুল কবীরকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে, প্রত্যাহারের অনুরোধ *** জনসংখ্যা বাড়াতে প্রত্যেক শিশুকে বছরে ৬২ হাজার টাকা করে দেবে চীন *** প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন *** ইসরায়েলি দুই মন্ত্রীকে নেদারল্যান্ডসে ঢুকতে দেবে না দেশটির সরকার *** ডাকসু নির্বাচন ৯ই সেপ্টেম্বর *** আর কাউকে প্রতীকী মূল্যে জমি দেবে না সরকার: অর্থ উপদেষ্টা

হিরার গয়না কেনার সময় আসল কিনা বুঝবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৬ অপরাহ্ন, ৬ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

গয়না পরতে ভালবাসেন না এমন নারী খুবই কম। তবে হিরা বা ডায়মন্ড হলেতো কথাই নেই। বিভিন্ন পাথরের মধ্যে হিরা হল কঠিনতম। হিরাকে সহজে কাটা বা ভাঙা যায় না। একমাত্র আসল হিরাই অন্য হিরার খণ্ডকে কাটতে পারে।

তবে হিরার গয়না কিনতে গেলে তো হিরা কেটে দেখা সম্ভব নয়। দাম দিয়ে হিরার গয়না কেনার পরে যদি জানতে পারেন তা আসল নয়, তাহলে আফসোস করা ছাড়া আর কোনো উপায় নেই।

তবে হিরার গয়না কিনতে গেলে তো হিরা কেটে দেখা সম্ভব নয়। দাম দিয়ে হিরার গয়না কেনার পরে যদি জানতে পারেন তা আসল নয়, তাহলে আফসোস করা ছাড়া আর কোনো উপায় নেই।

বর্তমানে হিরার গয়নার কদর বেড়েছে। এখন অনলাইন থেকেও অনেকে হিরার আংটি, নাকফুলসহ অনেক গয়না কিনছেন। সেক্ষেত্রে হিরার গয়নাগুলো আসল নাকি নকল তা বুঝে তবেই কিনুন। জেনে নিন যেভাবে পরীক্ষা করবেন-

আরো পড়ুন : যে খাবারের স্বাদ নিতে চাইলে খরচ করতে হবে কোটি টাকা

পানি দিয়েও পরীক্ষা করা যায়

একটি কাচের গ্লাসে অর্ধেকের বেশি পানি নিন। এবার হিরার টুকরো ওই গ্লাসের মধ্যে দিয়ে দিন। যদি হিরা আসল হয়, তাহলে তা পানিতে ডুবে যাবে। অনেকেই বলেন, কাচ বা কোয়ার্টজের টুকরো হলো সেগুলো পানিতে ভেসে থাকে।

ধোঁয়া দিয়ে পরীক্ষা করুন

বাড়িতে বসেই এই পরীক্ষা করে ফেলা যায়। প্রথমে হিরের গয়না বা হিরের টুকরোটিকে দুই আঙুলের মধ্যে ধরুন। তারপর ধোঁয়া উঠছে, এমন জায়গায় হাতটি নিয়ে যান।

হিরা আসল হলে তার উপর থেকে তৎক্ষণিক ধোঁয়ার স্তর সরে যাবে। আর হিরা নকল হলে ধোঁয়া কয়েক সেকেন্ড থেকে যাবে।

কলমের কালি দিয়ে পরীক্ষা

এই পরীক্ষা করার জন্য প্রয়োজন একটি সাদা কাগজ ও একটি কলম। প্রথমে সাদা কাগজে ছোট্ট একটি বিন্দু আঁকুন। এবার হিরার সুচালো দিক উল্টো করে ওই বিন্দুর উপর বসিয়ে নিন।

এবার ওই সুচালো দিক থেকে বিন্দুটি খোঁজার চেষ্টা করুন। হিরা আসল হলে সাদা কাগজে আঁকা বিন্দু খুঁজে পাওয়ার কথা নয়। আর বিন্দু দেখতে পেলে বুঝবেন সেটি আসল হিরা নয়।

এস/ আই.কে.জে/


হিরার গয়না আসল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন