রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০১ অপরাহ্ন, ১৩ই নভেম্বর ২০২৩

#

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি (সংগৃহীত)

খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিতে খুলনা পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার পর হেলিকপ্টারযোগে খুলনায় আসেন তিনি। সফরসূচি অনুযায়ী দুপুর ১টায় তিনি খুলনা সার্কিট হাউজ মিলনায়তনে বিভাগের সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

এরপর খুলনার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন শেষে বিকেল তিনটায় সার্কিট হাউজ মাঠের জনসভা মঞ্চে উঠবেন প্রধানমন্ত্রী। জনসভায় ভাষণ দেওয়া শেষে তিনি সন্ধ্যা ৭টায় ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

এদিকে জনসভাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে সভাস্থলে আসছেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এরই মধ্যে সভাস্থলে পৌঁছেছেন কেন্দ্রীয় নেতারাও।

ওআ/

প্রধানমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন