শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মালিক-ডি ভিলিয়ার্সদের ফাইনাল আজ, খেলা দেখবেন কোথায় *** আমেরিকার বাজারে শুল্ক কমেছে, বাংলাদেশে স্বস্তি *** ফল দেখলেই বুঝবেন, কাজটা ঠিক হয়েছে কী না: খলিলুর রহমান *** ইনার হুইল ক্লাবের উদ্যোগে দরিদ্র ছাত্রীদের জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে টিকা দান *** চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ! *** দ্বিজাতিতত্ত্বের কবর দিয়েই বাংলাদেশের জন্ম, এখানে সাম্প্রদায়িকতার জায়গা নেই: জেড আই খান পান্না *** বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল আমেরিকা *** জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ *** মেসির কারণেই সেদিন চুপ ছিলেন উরুগুয়ের ফুটবলার *** সাংবাদিক হত্যা মামলার আসামি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বকশীগঞ্জে বিক্ষোভ

দুর্নীতি-সিন্ডিকেটের বিরুদ্ধে কড়া বার্তা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১০ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৪

#

নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যরা দায়িত্ব নিয়েই দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন। কেউ দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন, কেউ বলেছেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে। আবার কেউ বলেছেন বাংলাদেশে কোনো সিন্ডিকেট থাকতে পারবে না। বেশিরভাগ মন্ত্রী, প্রতিমন্ত্রীর কথায় সিন্ডিকেট ও দুর্নীতি বন্ধ করে জনবান্ধব সরকার গঠনের বার্তা এসেছে।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করে। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রীসহ ৩৬ জনকে নিয়ে গঠন করা হয়েছে নতুন মন্ত্রিসভা।
নতুন মন্ত্রিসভার সদস্যরা প্রথম অফিস করেছেন রোববার (১৪ জানুয়ারি)। প্রথম দিনই বেশিরভাগ মন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন। সেই সঙ্গে দেশে কর্মসংস্থান বৃদ্ধি, স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা, স্মার্ট বাজার ব্যবস্থাপনা করার বার্তাও দিয়েছেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রেতাদের নাগালের মধ্যে রাখার আশার বাণীও শুনিয়েছেন।

প্রথম কার্যদিবসেই মন্ত্রী-প্রতিমন্ত্রীর দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলাকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষক ও অর্থনীতিবিদরা। তারা বলছেন, আমাদের দেশের বড় সমস্যা দুর্নীতি। মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের কথায় একটি পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারেও এ বিষয়ে বলা হয়েছে। মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা দুর্নীতি এবং সিন্ডিকেটের বিরুদ্ধে যে বার্তা দিয়েছেন সেটি কতটা বাস্তবায়ন হয়, ভবিষ্যতেই দেখা যাবে।

আই.কে.জে/

মন্ত্রী-প্রতিমন্ত্রীর দুর্নীতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন