বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সজীব ওয়াজেদ জয়ের যুক্তি অযৌক্তিক নয়’ *** শিক্ষকদের বাড়তি বেতনসুবিধার নতুন প্রজ্ঞাপন জারি *** ‘অন্তর্বর্তী সরকারের আমলে ৪০০ কারখানা বন্ধ, দেড় লাখ শ্রমিক কর্মহীন’ *** নতুন ‘মাল্টিমিডিয়া বাসে’ জামায়াতের নির্বাচনী প্রচার শুরু *** ইরানে ‘রেজিম চেঞ্জে’র পরিস্থিতি তৈরিতে সুপরিকল্পিত হামলা চালাতে পারেন ট্রাম্প *** শেরপুরে জামায়াতের নেতা-কর্মীরা কেন সব চেয়ার দখল করে রাখল, লাঠিসোঁটা জড়ো করল—প্রশ্ন বিএনপির *** ভারতের ফারাক্কার বিপরীতে পদ্মা ব্যারাজ নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের *** ট্রিগারে আঙুল রাখা আছে—ট্রাম্পের ‘ভয়াবহ হামলার’ হুমকির জবাবে ইরান *** শেরপুরের ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে: অন্তর্বর্তী সরকার *** বাপের জমি বিক্রি করে রাজনীতি করছি, ব্যবসা করতে আসিনি: মির্জা ফখরুল

সরিষা ক্ষেতে মৌ বাক্স স্থাপন, মধুর সঙ্গে বাড়ছে সরিষার ফলনও

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৪ অপরাহ্ন, ২০শে ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

পৌষের কনকনে শীত আর ঘন কুয়াশায় ঢাকা মাঠের প্রান্তে হলুদের সমারোহে সরিষা বাগানে শতাধিক মৌ বাক্স বসিয়েছেন মধু আহরণকারী রেজাউল হায়দার। বিশুদ্ধ মধু সাধারণ মানুষের হাতে তুলে দেওয়ার প্রত্যয়ে পেশাদারিত্ব নিয়ে দীর্ঘ ১৫ বছর যাবৎ পথে-প্রান্তরে বিভিন্ন জায়গায় মৌ বাক্স নিয়ে মধু আহরণের জন্য এভাবেই বিচরণ করেন ফুলের রাজ্যে।

এখন সরিষা ফুলের মৌসুম। কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা ক্লাব মোড়ে এভাবেই একশ মৌ বাক্স স্থাপন করেছেন সরিষা ফুলের বাগানের পাশে। একদিকে মধু আহরণকারী রেজাউল হায়দারের বিশুদ্ধ মধুর সমারোহ হচ্ছে। অপরদিকে কৃষকের অতিরিক্ত পরাগায়নে সরিষার ফলন বৃদ্ধি পাচ্ছে।

কৃষি বিজ্ঞানীদের ভাষায় এক ঢিলে দুই পাখি মারার সমতুল্য। বিশুদ্ধ মধু মানবদেহের জন্য যেমন উপকারী, তেমনি সরিষার ফলন ভালো হলে নিজেদের চাহিদা সরিষার তেলে পূরণ হবে।

মোড়াগাছা ক্লাবের কৃষক মনজুর হায়দার বলেন- এবছর প্রায় সাড়ে তিন বিঘা জমিতে সরিষার আবাদ করেছেন। এখন সরিষার বেশ ভালো ফুল ফুটেছে এবং ফুলের জন্য মৌমাছির চাক বসানো হয়েছে পাশেই। এতে করে সরিষার ফলন বেশি পাওয়া যাবে।

আরো পড়ুন: পুঁইশাক যেভাবে চাষ করলে লাভবান হবেন

আরেকজন কৃষক রঞ্জন বিশ্বাস বলেন, আমি সাড়ে চার বিঘা জমিতে সরিষার আবাদ করেছি। হলুদ ফুলে ফুলে সমস্ত মাঠ যেন মনে হচ্ছে হলুদের সমারোহ তার পাশেই মধু আহরণের জন্য বসিয়েছে মধুর বাক্স। বাক্স থেকে যে মধু আহরণ করা হয়েছে তা একান্তই অবিশ্বাস্য।

মধু আহরণকারী রেজাউল হায়দার বলেন প্রায় দেড় মণ মধু ইতিমধ্যে বিক্রি করেছেন। আগামীতে আবহাওয়া ভালো থাকলে এই মাঠ থেকে আমি আরও প্রায় দুই মন মধু আহরণ করবো।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সবুজ কুমার সাহা বলেন- গড়াই নদীর পাশে বিভিন্ন ইউনিয়নে সরিষা ফুলের মাঠে প্রায় পঞ্চাশটি স্থানে মধু আহরণের বাক্স স্থাপন করা হয়েছে। একদিকে যেমন সরিষার ফলন বৃদ্ধি হবে অপরদিকে বিশুদ্ধ মধু আহরণ করে অতিরিক্ত টাকা আয় করতে পারবে।

তিনি আরো জানান- সরকারিভাবে কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করায় উপজেলায় সরিষার আবাদ হয়েছে ১১২০ হেক্টর জমিতে। এবছর আবহাওয়া ভালো থাকায় অতিরিক্ত ফলনের আশা করছে স্থানীয় কৃষকরা।

এসি/ আই. কে. জে/


সরিষা ক্ষেত সরিষার ফলন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250